টপিকঃ আমিই অরণ্য - বিবাহ পর্ব ১
মুক্ত কর ভয়। আপন মাঝে শক্তি ধর, নিজেরে কর জয়॥"
আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন
প্রজন্ম ফোরাম » বিবিধ » বটগাছ » আমিই অরণ্য - বিবাহ পর্ব ১
শেষ পর্যন্ত আরণ্যক ভাইও শহীদ হয়ে গেলেন সান্তনা একটাই ঘোড়ায় চরে বীরের মতই যাওয়া হল।
নিজে তো লাড্ডু খাইলেন এখন আমাদের জন্য সামান্য মিস্টির ব্যাবস্থা করতে এত কিপটামো কেন?? জলদি মিস্টির ব্যাবস্থা করেন...ওইটা না পাওয়া পর্যন্ত বিবাহ-কাহিনী এতটা উপভোগ্য হওয়ার পরেও পেলাস ঝুলায়ে রাখব কিন্তু
সারিম ভাই, আমার ভাইয়ের হাতে মারা খাওয়ানর উদ্দ্যোগ নিয়েছিলেন দেখি।
শাদী- মোবারক !!
আপনার শ্বশুরবাড়ি যেতে কিন্তু আমার বাড়ি ডিঙ্গোতে হয় ! দাউয়াত না দিয়া কাম ডা ভালো করেন নাই !!
পর্ব ২ এ কি বৌ এর ছবি এবং আপনার শালিদের ছবি দেখতে পাবো? (শালী বানান আপনার জানা উচিত, কোনটা ঠিক?)
শাদী মোবারক, পুরোটা একদমে পরে ফেললাম, একবারে অভিযানের মত কাহীনি
সুন্দর পোস্ট। ভালো লাগলো।
পরবর্তী পোস্টে সব ভাবীদের ছবি বেশি বেশি রাখবেন।
অবশ্য টপিক হিট করতে কি লাগে তা আপনি ভালো করেই জানেন।
দারুণ! জীবিত থেকে বিবাহিত হওয়ায় আরণ্যক ভাইকে অভিনন্দন!
বাপরে বাপ কি কাণ্ড করেই না বিয়ে টা করলে
আমার কাছে দারুন লেগেছে কাহানি
অভিনব এবং মনে রাখার মতোও
দোয়া করি আজীবন সুখি হও ..........
ভায়া কথা রাখি কি করে । হরতালে শ্বশুরবাড়ি যেতে আপনাদের এত কস্ট, আর ঢাকা থেকে রাজশাহী গেলে ফিরে আসার গ্যারান্টিই তো ছিল না যে , তাই কথা রাখতে পারিনি । আন্তরিকভাবে দুক্ষিত। তবে বিয়ের খানা দানা মিস করতে পারি, রাজশাহী আসলে ভাবির হাতের রান্না মিস যে করব না এ ব্যাপারে নিশ্চিত থাকতে পারেন
আমি যতদূর জানি আসল অনুষ্ঠান এখনো বাদ আছে। ইনশাল্লাহ সেটায় এটেন্ড করে ফিরি ফটোগ্রাফি করার ইচ্ছা আছে
ইয়ে ভাবির ছবি একা দিলে হবে না। কাপল ছবি চাই সাথে শ্যালিকাদের ছবি দিলে জাতি অনুপ্রাণিত হয়ে পরের অনুষ্ঠানে যোগ দিবে সেটা আর বলা লাগে না কইলাম
রিভ্যু দেয়ায় থেঙ্কু ( জীবনে প্রথম বিয়ের রিভ্যু দেখলাম
)
বিয়ের কাহিনী রীতিমত রোমাঞ্চকর
এ্যাম্বুলেন্সে রোগী সেজে শুয়ে বরযাত্রী যাওয়া, এতো সিনেমার কাহিনীকেও হার মানাল
ভাই আপনার ভাবীসাহেবার ফোরাম নেম কি?
হাত টা নিতান্তই নিশপিশ করছে ! কি করি বলুন ! আরণ্যক ভাই মাইন্ড খাইলে কিন্তু খবর আছে !!!!!!!!!!!!!!!!!
পদ্মা- পাড়ের হাওয়া বুঝি
হচ্ছিল না সইজ্য !
জোড়া-মানিক দেখে খানিক
উড়াল দিলো ধইজ্য ?
সাহেব্ বাজার যেতে কি ভাই
মনের-ই অজান্তে
রেল গেট টা ক্রচিং করে
ভদ্রা মোড়ে নামতে ?
খেতে গিয়ে খান-জোনাকি
করত হু হু মনটা ?
বাটার মোড়ের জিলেপি কি
ঠেকত মুখে নোনতা ?
এই যদি হয় ব্যাপার তবে
বিষয় বড়ই সঙ্গিন !
স্বপ্ন- পুরীর পরীর কথা
পড়ছে মনে রাত-দিন !
বেশ হয়েছে হইছ জবাই
রেশমি ছুরির আঘাতে !
মধুর বাধন বাধছে এমন
অরণ্যচর খ্যাপাটে !!
এই কামনা রইল আমার
পক্ষ হতে সবার- ই !
ফী বছর-ই চাচা হব
নইলে ভায়া দেই আড়ি !!
প্রজন্ম ফোরাম » বিবিধ » বটগাছ » আমিই অরণ্য - বিবাহ পর্ব ১
০.০৫৭৫৮৮৮১৫৬৮৯০৮৭ সেকেন্ডে তৈরী হয়েছে, ৬৩.৭২৫৫৯৫৪১২৮৬৩ টি কোয়েরী চলেছে