টপিকঃ বোলিংয়ে রাজ্জাক, ব্যাটিংয়ে দিলশান
পালেকেল্লেতে ইতিহাসের অংশ হয়েছেন বাংলাদেশী স্পিনার আবদুর রাজ্জাক। দেশের প্রথম বোলার হিসেবে ২০০ উইকেটের ল্যান্ডমার্কে পৌঁছেছেন খুলনার এই ক্রিকেটার। সেই সঙ্গে লংকার মাটিতে টাইগারদের প্রথম জয় কিংবা সমতায় সিরিজ শেষ করার কৃতিত্বে অধিনায়ক মুশফিকুর রহিমের সেরা অস্ত্র ছিলেন বাঁহাতি এ স্পিনার।
শুধু কি তাই, তিন ম্যাচের ওয়ানডে সিরিজে সেরা বোলিং করার কৃতিত্ব দেখিয়েছেন এই ৩০ বছর বয়সী তারকা। তিন ম্যাচের দুই ইনিংসে ১৯ ওভার বল করে ১১১ রান দিয়ে সর্বোচ্চ পাঁচটি উইকেট নিয়েছেন রাজ্জাক। উইকেটের গড় ২২.২০। রানরেট ৫.৮৪। দ্বিতীয় সর্বোচ্চ চারটি উইকেট অ্যাঞ্জেলো ম্যাথিউসের। তৃতীয় সেরা লাসিথ মালিঙ্গারও সংগ্রহ চারটি উইকেট।
ব্যাটিংয়ে সিরিজ সেরা শ্রীলংকান ওপেনার তিলকারত্নে দিলশান। তিন ম্যাচে তিন ইনিংস খেলে ২৪৮ রান করেছেন তিনি। ব্যাটিং গড় ২৪৮ পয়েন্ট। দ্বিতীয় সর্বোচ্চ ১১৬ রান কুশল পেরেরার। রান সংগ্রহে তৃতীয় অবস্থানে বাংলাদেশ ওপেনার তামিম ইকবাল। এক ম্যাচ খেলে ১১২ রান করেছেন তিনি।