টপিকঃ স্বাধীনতা
ছবিটায় রঙের আচর দিলে হয়তো ভাললাগত সেই সাথে মূল থীমটাও বুঝানো যেত , কিন্তু আমার জীবনেই কোন রং নাই তাই আমার কোন ছবিতেও আর রঙের আচর পরে না ।
* এখানে বাংলাদেশের পতাকাকে ক্যানভাস হিসাবে ধরা হয়েছে যেখানে পুরো ক্যানভাস জুরে হবে সবুজ আর মাঝখানে লাল রক্তিম সূর্য।
* এখানে পাশা পাশি দুইটা সময়কে উপস্থাপন করা হয়েছে একটি ৭১ আরেকটি ২০১৩ ।
* দেখানো হয়েছে ৭১ এ যুদ্ধে শহীদ সন্তানের পাশে বসে অশ্রুসিক্ত মা ।
* আবার তার পাশেই দেখানো হয়েছে ৪২ বছর পরেও মায়ের চোঁখের জল আজো শুকায়নি আজো তিনি চোঁখ মুছছেন ।
* দেখানো হয়েছে মা পুরো বাংলাদেশের মাঝে তার ছেলেকে খুঁজে পান যে ছিল একটি মানচিত্র স্পর্শ করার স্বপ্নে ছিল বিভোর ।
* দেখানো হয়েছে একাত্তরের হাতিয়ার ।
* দেখানো হয়েছে একাত্তরের ব্যানার ।
* দেখানো হয়েছে শান্তির পায়রা ।
* দেখানো হয়েছে ২০১৩ তে স্বাধীন বাংলাদেশে ঘাতকদের ফাঁসির দাবীতে জাগ্রত সংগ্রামী তরুন ।
* দেখানো হয়েছে ৪২ বছর পর স্বাধীন বাংলাদেশে ঘাতকের প্রতিকৃতি ফাঁসি