টপিকঃ PDF কৃত ফাইলে লিখতে সাহায্য প্রয়োজন.......
এখন আমি যদি শূন্যস্থানে কিছু লিখতে চাই সেটা কিভাবে লিখব ......... কেউ জানলে প্লিজ আমাকে সাহায্য করুন.........
সাহায্য করলে কৃতার্থ হব............
এই মেঘ এই রোদ্দুর
আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন
প্রজন্ম ফোরাম » তথ্য ও যোগাযোগ প্রযুক্তি » অপারেটিং সিস্টেম » PDF কৃত ফাইলে লিখতে সাহায্য প্রয়োজন.......
এখন আমি যদি শূন্যস্থানে কিছু লিখতে চাই সেটা কিভাবে লিখব ......... কেউ জানলে প্লিজ আমাকে সাহায্য করুন.........
সাহায্য করলে কৃতার্থ হব............
এটা যদি ইন্টারেক্টিভ ফর্ম আকারে তৈরি করা হয়ে থাকে তাহলে লেটেস্ট ভার্সনের Adobe Reader বা Foxit Reader দিয়ে পূরণ করে সেইভ করতে পারবেন। আর যদি মান্ধাতার সিস্টেমে পিডিএফ তৈরি করা হয়ে থাকে তাহলে Nitro Pdf Pro ভার্সন দিয়ে ইজিলি কাজটা করতে পারবেন।
দেখি চেষ্টা করে কি হয়.......
http://forum.projanmo.com/topic39628.html
আমি যখন করেছিলাম তখনতো Adobe Reader দিয়েই সহযে পুরন করেছিলাম কোন ঝামেলা পোহাতে হয় নি । যাই হোক আমার মনে হয় বোরাহান ভাইয়ের দেখানো পথেই সমাধান হয়ে যাবে আর যদি না হয় তাহলে প্রথমে ওয়ার্ডে কনভার্ট করে পুরন করে নিয়ে প্রিন্ট করলেই বর্তমান ঝামেলা শেষ।
তার পর ভিসা অফিসে কয়দিন ধরে চক্কর দিয়ে জুতা ক্ষয় করা এটা লাগবে , সেটা লাগবে ( ইচ্ছা করে ওদের মাথায় হাতুড়ি দিয়ে কশে একটা বারি দেই )
সম্ভবত এটা এটিটেবল পিডি এফ ফাইন নয়। সেক্ষেত্রে আপনি jpeg/ png আকারে আউটপুট করে দেন ফটোশপ দিয়ে সুন্দর করে লিখতে পারবেন আপনার প্রয়োজনীয় তথ্য গুলো। আর আপু বেশি ঝামেলা হলে নক কইরেন, করে দিমুনে ইনশাআল্লাহ।
এখন আমি যদি শূন্যস্থানে কিছু লিখতে চাই সেটা কিভাবে লিখব ......... কেউ জানলে প্লিজ আমাকে সাহায্য করুন.........
কোনও কোনও পিডিএফ পেজ ওয়েব থেকেই পুরন করা যায়। সেগুলোতে কার্সর বসে।
আর যদি কার্সর না বসে তবে Adobe Acrobat Writer Pro 9 সেট আপ করে নিন।
Add, Edit, Delete সব করতে পারবেন। আমি এভাবেই কাজ সারি। ১০০% নিখুঁত।
Xournal, Inkscape, GIMP এসব দিয়েও করা যায়
আমার ব্যক্তিগত পছন্দ Xournal নিচের স্ক্রিনশট দেখলেই বুঝবেন এই ফ্রী সফটওয়্যার দিয়ে কী করা যায়। এই লেখাগুলো ইচ্ছা করলে ভিন্ন লেয়ারে রাখা যায়। টেকনিক্যালি এটার নাম pdf annotation : এই শব্দযুগল দিয়ে সার্চ দিলে আরও অনেক কিছু পাবেন। xournal এর স্ক্রিনশটের টুলবারের বাটনগুলো দ্রষ্টব্য:
অনেক চেষ্টা করেও পারলাম না অন লাইনে পূরণ করলাম কিন্তু সেইভ করতে পারি না
অনেক চেষ্টা করেও পারলাম না অন লাইনে পূরণ করলাম কিন্তু সেইভ করতে পারি না
![]()
তপু ভাইয়ের ট্রিকস ট্রাই করেছেন কি ?
আপনি কি বাংলায় ফরম পূরণ করতে চান ? তাহলে সম্ভব না বলেই মনে হয়।
ফক্সিট রিডার দিয়ে এগুলো পুরন করতে পারবেন।
আমিতো ফর্মটা ডাউনলোড করে চেস্টা করে দেখলাম। ফক্সিট রিডার দিয়ে টাইপ করা যায়।
একটা টিপস
অনেক সময় ফক্সিট রিডার দিয়ে টাইপ করে সেভ করা যায় না। সেক্ষেত্রে টাইপ করে সরাসরি প্রিন্ট করে দেখতে পারেন।
আমিতো ফর্মটা ডাউনলোড করে চেস্টা করে দেখলাম। ফক্সিট রিডার দিয়ে টাইপ করা যায়।
একটা টিপস
অনেক সময় ফক্সিট রিডার দিয়ে টাইপ করে সেভ করা যায় না। সেক্ষেত্রে টাইপ করে সরাসরি প্রিন্ট করে দেখতে পারেন।
তাই
আচ্ছা ফক্সিট রিডার ইনস্টল করে নেই আগে তারপর বলব হয় নাকি
খাইসে, এতো সময়েতো এটা কোন ওয়ার্ড প্রসেসরে টাইপ করে বানিয়ে ফেলা যেত। যাই হোক, যদি ফক্সিট রিডার ইনস্টলেশনে সমস্যা হয় কিংবা ইন্সটলেশনের ঝামেলা না করতে চান, আপনি নিচের লিংক থেকে পিডিএফটি ডাউনলোড করে শূণ্যস্থানগুলোতে টাইপ করে প্রিন্ট করার চেষ্টা করতে পারেন। Acrobat Reader-এর পুরণো ভার্শনগুলোতেও এটা কাজ করার কথা। আর, সেইভ করতে চাইলে নরমাল সেভিং পদ্ধতিতে ফরম ডাটা সেইভ হবে না। সেক্ষেত্রে প্রিন্ট অপশনে যেয়ে Printer Name ড্রপ-ডাউন লিস্টে ক্লিক করে দেখুন Adobe PDF নামে কোন অপশন আছে কিনা। থাকলে সেই অপশনে ক্লিক করে OK কমান্ড দিয়ে Save PDF File As ডায়লগ বক্সে নতুন একটি নাম দিয়ে সেইভ করুন।
Adobe Acrobat XI Pro ব্যাবহার করে দেখতে পারেন । মনে হয় টেক্সট এডিট করতে পারবেন ।
Foxit PDF editor ব্যবহার করেন...আর কিছু লাগব না...এক কথায় বস !!
ফক্সিট ডালো করব কিন্তু পাচ্ছি নেটে?
ফক্সিট ডালো করব কিন্তু পাচ্ছি নেটে?
ধরে নিলাম আপনি ডাউনলোড লিঙ্ক পাচ্ছেন না। এই নিন ডাউনলোড লিঙ্ক
খাইছে........এত্তো এত্তো সল্যুশন দেখেতো ওনিতো ওই ঈদের মার্কেটে ড্রেস চয়েজ করার মতো মধুর সমস্যায় পড়ে যাবেন.........।
প্রজন্ম ফোরাম » তথ্য ও যোগাযোগ প্রযুক্তি » অপারেটিং সিস্টেম » PDF কৃত ফাইলে লিখতে সাহায্য প্রয়োজন.......
০.০৮২৬৩১১১১১৪৫০২ সেকেন্ডে তৈরী হয়েছে, ৮৭.৯৭০৬৩২৫৩৫০৫৭ টি কোয়েরী চলেছে