Re: লিনাক্স মিন্টের ব্যবহারকারী নির্দেশিকা এখন বাংলায়
আপনার দেওয়া পিডিএফ ফাইলটা আমার অনেক উপকার করেছে। আপনাকে ধন্যবাদ।
Re: লিনাক্স মিন্টের ব্যবহারকারী নির্দেশিকা এখন বাংলায়
আমার অনেক দিনের ইচ্ছা লিনাক্স মিন্ট ব্যবহার করার, তাই আমি linux mint (Isadora) ডিস্ক কিনেছি। কিন্তু ইন্সটল দিতেও পারছি না আর এর ব্যবহার বিধি জানা নাই। তাই সকলের কাছে জোর রিকুয়েস্ট কারো কাছে এর ব্যবহার বিধি থাকলে আমাকে পিডিএফ ফাইল টা সেন্ট করিয়েন।
gmail: robiul624055@gmail.com
facebook: 01773348474
skype: robiul.dpi.com
Re: লিনাক্স মিন্টের ব্যবহারকারী নির্দেশিকা এখন বাংলায়
লিনাক্স মিন্ট বাংলাদেশ বর্তমানে ঝিমিয়ে পড়েছে বলে দৃশ্যমান। নতুনদের জন্য ব্যবহার নির্দেশিকাও আসছেনা। এ বিষয়ে সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করছি।