শিপলু লিখেছেন:Merida Warror অনেক মানুষ চালায়। এটা কেমন সাইকেল?
Laux Firefox আর Upland v100 কেমন হবে। এগুলো কি বিগিনারদের জন্য ঠিক হবে?
প্রথমেই যেটা চিন্তা করা দরকার সেটা হলো, বিগিনার এর গিয়ার পরিবর্তন দরকার হবে কিনা। আমি আমার ব্যক্তিগত কাহিনী বলি, আমি সাইকেল এখনো যেটুকু চালানো শিখেছি, তাতে এখনো আমার গিয়ার দেয়ার দরকার পড়েনা। কারণ ওইভাবে স্পীডে সাইকেল টানতে এখনো ভয় লাগে। তাই আমি যেটা করবো, গিয়ার লেস একটা সাইকেল কিনবো যাতে প্র্যাকটিসটা ভালো মতো হয়। মাস তিনেক পর আশা করি সাইকেল চালানো টা মোটামুটি হাতে আসবে। এরপর হয়তো গিয়ার দিয়ে স্পীড বাড়ানো কমানো প্র্যাকটিস করা যাবে। এখন ব্যাপারটি সম্পূর্ণ আপনার উপর নির্ভর করছে। অনেকগুলো ব্যাপার আছে এখানে চিন্তার জন্য। যেমন আপনি যদি Merida চালানোর পর Laux/Upland চালান তাহলে আপনার কাছে ঐ দুটো মোটেও ভালো লাগবেনা। কারণ ততক্ষণে আপনার Merida পছন্দ হয়ে গিয়েছে। এরপর যদি কখনো আপনার Rock Machine চালানো হয়, তখন আর Merida ভালো লাগবে না। কারণ একটা আরেকটার চাইতে বেটার। তাই ভেবে চিন্তে, দেখে শুনেই সাইকেল কেনা ভালো। 
Merida Warrior ইদানিং বেশি চলছে। সাইকেলটা ভালোই। অনেকেই চালায় এখন এটা, তবে এখনো পরখ করে দেখা হয়নি। Laux এর কোন সাইকেল-ই কেন যেন পছন্দ হয়না। সাইকেল মোটামুটি ভালোই, কিন্তু দেখতে ভালো লাগেনা।
আর Upland V 100 এর চাইতে উপরের ছবির Core Project 1.0 বহুগুণে ভালো। 