টপিকঃ আমি একটি সাইট খুলতে চাইছি। সাহায্য করুন
আমি একটি ওয়েব সাইট খুলতে চাইছি সেখানে থাকবে বাংলা হিন্দি আর ইংলিশ গানের MP3..এভাবে না যে কোন সাইটে আপলোড করে আমার সাইটে লিঙ্ক দিয়ে দেব এমন না সরাসরি আমার সাইটে আপলোড করে শেয়ার করবো। সো আমার কত খরচ পড়বে ১টা .com ডোমেইন সহ? আর আয় করতে পারবো কত করে মাসে? প্লিজ কেউ বিস্তারিত জানান আমাকে আমি ভালো করে কিছুই জানিনা সুধু ফ্রি হোস্টিং নিয়ে phbb আর punbb,mybb,wordpress,blogspot এর অভিজ্ঞতা আছে। এই গুলা দিয়ে হবে না ডিজাইন করে সাইট খুলতে হবে আর সেখানেই MP3 আপলোড করতে হবে। ঠিক যেমন songs.pk আর mp3khan এর মত খুলতে চাইছি। প্লিজ কেউ আমাকে সাহায্য করুন... এখানে কি প্রতি মাসে মাসে ৩০০ টাকা করে দিতে হবে? আর সাব ডোমেইন আর ডোমেইন আনলিমিটেড দেখায়। এরকম হলে তো ভালই হয়