Re: প্রিয়তমা [আমার নিজের করা একটি গান]
অনেক সুন্দর গান তো আপনি। আবারো যদি সামনা সামনি দেখা হয় তাহলে ঘন্টা পাচেক গান শুনতে হবে
ওমাগো ভাই বলেন কি এইসব? আমি তো ভয় পাইছি
কয়েক মণ উৎসাহ প্রদানের জন্য কৃতার্থ হইলাম
কাজী আলী নূর লিখেছেন:আল্লাহ চাইলে একদিন তাঁর মুখে আমি হাঁসি ফুটাবোই।
আমিন, ছুম্মা আমিন।
দাদা আমার জন্য দোয়া করেছেন। দাদার জন্য দোয়া এবং দাদাকে শুকরিয়া।
ওয়াহ !! চুম্র চুম্র
![]()
![]()
খালি গলায় খুব সুন্দর গেয়েছেন তো ভাই , হবে হবে
![]()
আরে ভাই আপনার হবেই হবেই
![]()
। রেপু পাচ্ছেন
আপনাদের উৎসাহে আমি অনুরণিত, অনুপ্রাণিত। আমার আন্তরিক ধন্যবাদ নিবেন ভাইয়া
চমৎকার
অসংখ্য ধন্যবাদ
বেসম্ভব ভালা
বেসম্ভব ধন্যবাদ ও সীমাহীন শুকরিয়া জানাই
ভাইয়া গান কিন্তু ভালো হইসে........................
![]()
গানের কথা সিম্পল কিন্তু সুরটা ভালোই ব্লেন্ড করছেনএখন খালি বেক-গ্রাউন্ড মিউজিক হইলেই হল।
এটার নেক্সট ভার্সন ইন্সট্রুমেন্টাল সাউন্ড সহ শুনতে চাই।
এত সুন্দর মন্তব্যের জন্য শুকরিয়া। বাজনা হয়তবা সুদুর ভবিষ্যতে সংযোজিত হতে পারে। উৎসাহিত হলাম
![]()
![]()
’সে কি জানে আমি তাকে ভালোবেসেছি.....’ এই জায়গাটি দারুণ লেগেছে।
এই জায়গাটি আমার নিজের কাছেও একটু বেশি ভালো লাগে। প্লিজ আপু মাইন্ড খাইয়েন না, নিজের ঢোল তো এই একটু বাজাতে মন চায় আরকি
উৎসাহ ব্যঞ্জক মন্তব্যের জন্য ধন্যবাদ।
প্রেরণা জোগানোর জন্য সকলের কাছে আন্তরিক কৃতজ্ঞতাটুকু কি উপায়ে পৌছাবো তার ভাষা নেই। শুধু এইটুকুই বলার, আমি আমার জীবনের সামান্য একটি সৃষ্টি প্রজন্মে শেয়ার করলে যে এতটা রেসপন্স পাবো, এত উৎসাহ আর প্রেরণা আমার প্রাপ্তির খাতায় যোগ হবে একথা আমি এর আগে ভাবতেও পারিনি।
আর যার জন্য আমার হৃদয় থেকে এই গানটুকুর সৃষ্টি সেই মানুষটিকে যদি এই মুহূর্তে আমি জানাতে বা দেখাতে পারতাম যে আমার হৃদয়ের কথাগুলো সবাই আগ্রহ ভরে শুনেছে নির্ঘাত সে সার্প্রাইজড হতো, আর আনন্দিত হতো, খুশি হতো। সকলের জন্য আমার এবং তার তরফ থেকে অনেক অনেক দোয়া ও শুভকামনা থাকলো। আপনারা সকলেই আমারদের জন্য দোয়া করবেন। শুকরিয়া.... .... ....
সঠিক পদ্ধতিতে ওয়ার্ডপ্রেস ইন্সটল করুন এবং আপনার ওয়ার্ডপ্রেস সাইটটিকে সুরক্ষিত রাখুন