টপিকঃ ভাবে মন সারাক্ষণ..
:::ভাবে মন সারাক্ষণ..:::
তৃষ্ণা হয়ে থাক কান্না-গভীর ঘুমে মাখা।
আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন
প্রজন্ম ফোরাম » চারুকলা » ভাবে মন সারাক্ষণ..
:::ভাবে মন সারাক্ষণ..:::
এই শায়িত ষোড়শীকে দেখার পর থেকেই বুকের মধ্যে কেমন জানি তোলপাড় চলছে উদা'দা এই ষোড়শীকে আমার চাই, তা না হলে কাল থেকে ফোরামে হরতাল...
বেচারী কলসি ভরে, ঘরের কাজ কাম শেষ করে উদাসীন দা’র জন্য সেজে গুজে অপেক্ষা করছে...আর একজনের বুক তোলপাড় করছে....
অমিত, ভাবী ডাকো....
অমিত, ভাবী ডাকো....
![]()
আরে না রে অমিত..... তোর শঙ্কিত হবার কিছু নেই...... তুই ছিপ ফেলে বসে থাক....... কবি আরেকজনের সাথে লন্ডনে ঘুরতে যাবার তালে আছে.......
আংখিটা তো আর অত কিছু জানে না ঘটনার কথা.... তাই সরল মনে তোকে ভাবী ডাকতে বলেছে.......
সেকিগো দাদা, আমি তো দেখছি তুমি তোমার ঐ পেন্সিলখানা দিয়ে তো একেবারে ছেলে বুড়ো সবার চোখ নষ্ট করে দেবে
শিল্পকর্মের তারিফ করতে হয়।
অনুভবে.....পরে যেন আর কি আছে ।পিকু ভালা হইছে
আংখিটা তো আর অত কিছু জানে না ঘটনার কথা.... তাই সরল মনে তোকে ভাবী ডাকতে বলেছে.......
....ঘটনা কি খুলে বলুন তো? দেখি তাদের পেছন পেছন গিয়ে রহস্য উদঘাটন করতে পারি কি না....
কথা দিচ্ছি গোবায় আপনাকে সব জানাবো....
ঘটনা কি খুলে বলুন তো?
আরে বাপরে সে এক মহা ঝামেলার ঘটনা......
কবি নাকি কোন হলুদ পোষাকের লীনার সাথে একটু ইয়ে মানে এই আরকি ঘুরতে গিয়েছিলেন...... আর সেটা দেখতে পেয়েছে কবির আর এক অ্যাডমায়ার...... সেই নিয়ে অভিযোগ.... অনুযোগ...... কত্ত কি......
তার পর জল কোনদিকে গড়িয়েছে কে জানে...... আমি তখন আবার একটু এইসব ভাগ্য আর ঝগড়া দেখে মনকষ্টে ভুগছিলাম তো.... তাই আর বেশি খবর নিইনি..... আপনিই বলেন মনে কষ্ট হবে না....... সব চুলে পাক ধরে পড়তে শুরু করেদিল..... আধখানাও জুটলো না আর কবির কিনা অত্তগুলো......
মন থাকে সারাক্ষণ, ভাজে আর বাঁকে,
এসে পড় দেশে ভায়া, শুধু এক ফাঁকে।
মাতা পিতা যদি নাহি, খুঁজে দিতে পারে,
পাখি ভাই আশরাফ, খুজে ধরি তারে।
স্কেচটাই দেব ছেপে, পুরা শর্ত হিসেবে,
ইন্টারভিউ নিয়ে যেও, সিভি দেখে ডেট-এ।
পাবলিক বেশ দুষ্টু হয়ে গেছে আমাকে নিরীহ পেয়ে যা তা বলে যাচ্ছে
@অমিত, চোখের পর্দা কর।
@আংকিটা, বেশ বলেছেন কিন্তু!
@অরুণদা, এত কিছু জানেন কীভাবে?
@ছড়াবাজ, হে হে হে কী যে বলেন ভাই
অনেক সুন্দর হয়েছে ছবিটা । বিশেষ করে শাড়ির পাড়টা বেশ পছন্দ হয়েছে
চমৎকার হয়েছে ছবিটা
... এর চাইতে বেশী শব্দ চয়নের ঝুঁকি নিলাম না
। তা কাকে স্বরণ করে এই স্কেচ এর উৎপত্তি?
অনেক সুন্দর হয়েছে ছবিটা । বিশেষ করে শাড়ির পাড়টা বেশ পছন্দ হয়েছে
ধন্যবাদ আপুমণি, ভালো আছো?
চমৎকার হয়েছে ছবিটা
![]()
... এর চাইতে বেশী শব্দ চয়নের ঝুঁকি নিলাম না
। তা কাকে স্বরণ করে এই স্কেচ এর উৎপত্তি?
হে হে ঝুঁকি না নেয়াই ভালো অনলাইনে একটা ছবি দেখে মনে হয়েছিলো এভাবে আঁকা যেতে পারে - আফটারঅল, ফ্যান্টাসির জগতটাই এমন! জানি সব মিছে..তবুও পেতে চায়
উদা দা দারুন হয়েছে ছবিটা
আপনার এই ছবিটা দেখে জনফার্নান্দেসের একটা ছবির কথা মনে পরে গেল।
আরো আঁকুন আর আঁকতেই থাকুন অবিরত
আপনার এই ছবিটা দেখে জনফার্নান্দেসের একটা ছবির কথা মনে পরে গেল।
ধন্যবাদ। জন ফার্নান্দেসের ছবিটা দেখতে পেলে মন্দ হতো না। অবশ্য এরকম শায়িতা ছবি অনেক আছে। কিছু কিছু ফোরামের কাঠি-লজেন্সসেবিদের এক্কেবারে ডায়রিয়া করে ছেড়ে দেবে
সে যে কেনো এলোনা কিছু ভালো লাগেনা ....
এবার আসুক তারে আমি মজা দেখাবো
অনেক ভালো লেগেছে সিপ্মলি ইরেসিসটেবল চাহুনি ....
চ্রম... আহা...
উফ হট মেয়ে
কি শুরু করলেন উদা মিয়া .....
এই সব ফোরামের সব প্রেমিক ভাইদের মন উস্কাইয়া দিতাছেন প্রেম করিতে ।
তয় ছবি সুন্দর আর্ট হইছে ..........
প্রজন্ম ফোরাম » চারুকলা » ভাবে মন সারাক্ষণ..
০.০৭৩৫১৩৯৮৪৬৮০১৭৬ সেকেন্ডে তৈরী হয়েছে, ৮৫.৩৪৯৭২৬২৫০২৪৩ টি কোয়েরী চলেছে