উদাসীন লিখেছেন:তা আর সখিরা কৈ?
ভালোলাগলো
কবিতার কথা মাথার উপর দিয়ে গেলো! হা হা হা।
সখিরা মঞ্চের বাইরে..... দু:খ পাইলাম বুঝলেন না বলে আহারে ঠিকাছে বুঝাইয়া দিতাছি ..... এই ছবিটা যখন আঁকতেছিলাম তখ্ন আমার সামনে না ঠিক ....... একটু দুরেই তাকাইয়া দেখি ব্যাটার মুখে দুনিয়ার বিরুক্তি ....... আমাশয় রোগী হলে যেমন মুখ কাচুমাচু করে ঠিক তেমনি ...... ভাবখানা যেন রাগ রাগ ...... রাগে মুখ ফুলাইয়া রাখছে
সখি চল চলে যাই
দেখ না..... ও কেমন রেগে আছে
এমন চেহার দেখার চেয়ে
চল ভেগে যাই এখান থেকে ।
কেমন জানি ওকে লাগছে এলোমেলো
মুখের দিকে তাকিয়ে দেখ
যেন ব্যাটা মুখে বাবল ফুলিয়ে বসে আছে ।
রাগে যখন বেটা এদিকে তাকাইতাছে তখন.....
এদিকে তাকিও না
মেজাজ হয় গরম
কথা যখন বলতেই পার না
যেন পাচ্ছ শরম ।
ধ্যত!!!! আর এখানে থাকা যাবে না । চল সখি
ওর মনে হয় হইছে আমাশয়
এই যে ছেলে পানির সাথে মিশিয়ে খাও হরতকি । (হরিতকি বনেজী ঔষধ । চিনেন তো নাকি?)
গেলাম কিন্তু ..... টাটা
এত নিরামিষ হলে চলে বল
লবন ছাড়া তরকারীর মতই পানসে তুমি
যা ছেলে মর গিয়ে
তোকে দেখতে আর আসবে কে?
গেলাম বাই টাটা ...
আশাকরি বুঝতে পারবেন ।
+ কই? অনেক ধন্যবাদ
ইলিয়াস লিখেছেন:ছবিপু কখন কি ভেবে কি লেখেন তাই আমার এন্টেনায় ক্যাচ করে না। 
ঠিকই কইছেন ........ভাইজান । কখন কি ভাবনায় আসে তাতো জানি না ......
জামিল মণ্ডল লিখেছেন:কার লাইগা গাল অমন ফোলা
একটু ভাইংগা কউ গো সখি !!
হুম
রহস্য মানব লিখেছেন:সত্যিই কোমেন্ট করার মতন কোন ভাষা নেই অসাধারন জোশ একটা কবিতা এবং তুমি (মানে ছবি আরকি )
অটঃ আপু ছবিটা কিসে একেছো ? এম এস পেইন্টে কি ?
আমাকে কিন্তু শিখায়ে দিতে হবে কেমন।
হ্যা এম এস পেইন্টে । তুমিই একমাত্র বুঝলা । ভাল লাগল
পলাশ মাহমুদ লিখেছেন:কি পড়লাম আর কি বুঝিলাম
এখনো ভাবতাছি 
উপরে দিলাম দেখতো বুঝতে পার কিনা
কাজী আলী নূর লিখেছেন:কিঞ্চিৎ অফটপিক:
৯৫৯৫ সংখ্যক পোস্ট করার পর থেকে ছবি আপু পলাতক। তাকে খুজে পাওয়া যাচ্ছেনা 
বাসায় গিয়েছিলাম
বুঝিয়ে দিলাম আশাকরি বুঝবেন
জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মাহুয়া আহলুহু......
এই মেঘ এই রোদ্দুর