টপিকঃ প্রিয়তমা [আমার নিজের করা একটি গান]
সুপ্রিয় প্রজন্ম পরিবার,
আপনারা ভয় পাবেন না। আমি একটু গান বাজনা থুককু গান পছন্দ করি কিন্তু নিজে একদা কিভাবে জানি একটা গানের মত জিনিষ আবিষ্কার করেছিলাম বছর সাত-এক আগে। নতুন করে প্রজন্মতে কোন এক টপিকে এর ইতিহাস তুলে ধরেছিলাম কিছু সময় আগে। এখন নতুন রেকর্ডিংটা ভাবলাম শেয়ার করি আপনাদের সাথে। আপনাদের কেমন লাগবে আমি সেটা না যেনেই এমন বিপদ জনক কর্মে অগ্রসর হইছি। সেই জন্য আগাম ক্ষমা চেয়ে নিলাম। আপনাদের কাছে বিরক্তিকর
লাগতে পারে কিন্তু গানটি আমার কাছে সুখকর
। নিজের ঢোলতো নিজেকেই পেটাতে হয়
আসা করি গানটি একবার শুনে আমাকে জানাবেন কেমন হল। যেমনই হউক; আপনাদের মন্তব্যের অপেক্ষায় রইলাম।
গানটি বিশেষ একজনকে ডেডিকেট করেছি।
আমার ইলিয়াস দাদা'র সহযোগিতায় ডিরেক্ট স্ট্রিমিং এইখানটায় দিয়ে দেয়া হলো:
http://www.kazialinoor.com/songs/my_priyotoma.mp3
https://www.dropbox.com/s/n47pd643ie5wc … yotoma.mp3
ও আরও একটি কথা বলতে ভুলে গিয়েছি। ভাই আমি গিটারটুকু পর্যন্ত বাজাতে অক্ষম যা আমি আপনাদের আগেই বলেছি। অতএব আমার গানের সাথে কোন টুংটাং নাই । তবে ভোকাল শুনতে বিরক্তিকর মনে হতে পারে।
গানটির লিরিক এইখানে দেয়া আছে।
একনজরে অডিও ফাইলের তথ্য:
# সাইজ ২.৪৮ এমবি
# অডিও ল্যাংথ ২ : ৩৭ সে.
# ড্রপবক্স এবং আমার ব্যক্তিগত (ভাঙ্গা গড়ার) সাইটে হোস্ট করা হয়েছে।
সবাইকে অনেক অনেক ধন্যবাদ ও শুভকামনা।
সঠিক পদ্ধতিতে ওয়ার্ডপ্রেস ইন্সটল করুন এবং আপনার ওয়ার্ডপ্রেস সাইটটিকে সুরক্ষিত রাখুন