শামস লিখেছেন:সেটাই জানতে চাচ্ছিলাম। এখন শেখার উপায় কি?
আর অটোক্যাডের ৩ডি বাদে বাকি ফিচারগুলো কি এখানে কাজ করে?
নিজে নিজে গুতাগুতি করে শিখেছি --- শেখার উপায় নিজের মনে প্রবল ইচ্ছাশক্তি জাগ্রত করা এবং এটাকে চ্যাজেঞ্জ হিসেবে নেয়া। এছাড়া অনলাইনে ওদের উইকিতে (+QCAD এর উইকিতে) যৎসামান্য ডকুমেন্টেশনও আছে -- সেগুলো কিছুটা সাহায্য করবে। অনেকদিন আগে ভেবেছিলাম এটা শেখানোর একটা ওয়র্কশপ করবো -- কিন্তু আগ্রহীর অভাবে হয়নি। অনলাইনে এটার টিউটোরিয়াল খুঁজলেও কিছু সাহায্য পাওয়া যায়।
লিব্রে ক্যাড একটি ২ডি সফটওয়্যার। অটোক্যাডের ফিচার বলতে কী বুঝিয়েছেন জানিনা -- লিব্রে ক্যাড কিংবা QCAD, অটোক্যাড হতে সম্পুর্ন আলাদা সফটওয়্যার। এটাতে স্ন্যাপ আছে, অর্থোগোনাল আছে -- কিন্তু ব্যবহারের তরিকা অটোক্যাডের কথা মাথা থেকে ঝেড়ে ফেলে শিখতে হবে। গ্রিডও আছে। লাইন - বিভিন্ন আকারের, বিভিন্ন এঙ্গেলে ইত্যাদির অপশন আছে। রেকট্যাঙ্গেল, বৃত্ত, উপবৃত্ত ইত্যাদি বেসিক শেপ আঁকা যায় সহজেই। এগুলোর আইকনে ক্লিক করলেই মেনুবারে ছোট প্যারামিটার দেয়ার অপশন চলে আসে -- যেমন বৃত্ত আঁকবেন, ওর আইকনে ক্লিক করা মাত্র উপরে এর রেডিয়াস দেয়ার জন্য একটা বক্স আসবে -- আগে রেডিয়াস দিয়ে, তারপর স্ন্যাপ অপশন (অর্থাৎ যেখানে ক্লিক করবেন সেখানে বৃত্তের কেন্দ্র হবে নাকি পরিধি হবে সেটা) ঠিক করে ক্লিক করতে হবে। উপবৃত্ততেও সেরকম দুই অক্ষের মান দিয়ে তারপর ক্লিক করতে হবে। রেখা আঁকার ক্ষেত্রেও এরকম অন্তত ৬ রকম অপশন আছে। এটার স্ন্যাপ পয়েন্ট অপশনটা বরং অটোক্যাড ব্যবহারের সময় মিস করি!
লাইন থিকনেস, লেয়ার, ব্লক তৈরী করা, কালার -- সমস্ত অপশনই আছে। প্রিন্টিংএর জন্যও চমৎকার অপশন আছে, তবে সেটা অটোক্যাডের সুবিধার তুলনায় শিশু। এটাতে dxf ফরম্যাটে ফাইল সংরক্ষিত হয়, যা অটোক্যাডে খোলা ও এডিট করা যায় --- dxf আসলে আগে অটোক্যাডের ডিফল্ট অপশন ছিল, পরবর্তীতে ওরা এটাকে সকলের ব্যবহারের জন্য খুলে দিয়েছে। এখনও অটোডেস্ক কম্পানি dxf স্ট্যান্ডার্ড আপডেট করে।
কী কাজ করে কী করে না এসব জানতে ইনস্টল করে চালিয়ে দেখুন। চাইলে আমার করা লেয়ার, ব্লক ইত্যাদি সহ একটা ফাইল পাঠিয়ে দেব যেন খুলে এটা দিয়ে কী কী করা যায় সেটার আইডিয়া করা সহজ হয়। 