টপিকঃ বুকে ব্যাথা.........

যতবার কোন না কোন সমস্যায় পড়েছি ততবার প্রজন্মে এসেছি এবং সাহায্য পেয়েছি।সেই জন্য প্রজন্মবাসীকে অসংখ্য ধন্যবাদ।যাইহোক কাজের কথায় আসি আমার মায়ের গত দুই-তিন দিন থেকে বুকের উপরের দিকে ডানপাশে মৃদু ব্যাথা হচ্ছে।এবং এই ব্যাথা অনেকক্ষন থাকে।আবার যখন শ্বাস-প্রশ্বাস নেই তখন ব্যাথার অনুভব বেশী হয়।উল্লেখ্য যে,আমার মায়ের গ্যাসটিকের সমস্যা আছে।খুবই চিন্তায় আছি,কি করতে পারি...

আমি যাবো সেই পাহাড়ে, যে পাহাড়ে আদৌ কোন মানব সন্তান যেতে পারেনি...

Re: বুকে ব্যাথা.........

গ্যাস আছে মনে হয় । সেকলো খান ....... অথবা ওমেপাজল গ্রুপের ঔষধ ।
নিউসেপটিন খেয়ে দেখতে পারেন উপকার হতে পারে

আর বাম পাশে ব্যথা হলে একটু চিন্তার বিষয় ছিল । ডান পাশে সমস্যা নাই

সর্বশেষ সম্পাদনা করেছেন ভালোবাসার কোড (১৯-০৩-২০১৩ ১২:৫৫)

Re: বুকে ব্যাথা.........

Re: বুকে ব্যাথা.........

ব্যাথা মনে হোক কিংম্বা বুকে হোক (যে পাশেই হোক না কেন), তা আসলেই কস্টদায়ক।
শারীরিক ব্যাথার জন্য আপনাকে একজন ডাক্তারের মতামত নিতে হবে।
কয়েকজনকে দেখলাম ঔষধ পর্যন্ত প্রেসক্রাইব করেছে। এটা মোটেও ঠিক না
যেকোন ঔষধ কেবলমাত্র ডাক্তারের প্রেস্ক্রিপশন সাপেক্ষ খাওয়া উচিত।

তোমাকে ভালবাসি, তোমারই চরণে ঠাঁই,
মা,
তোমার ভালবাসার কোন তুলনা নাই।

Re: বুকে ব্যাথা.........

ধন্যবাদ সবাইকে।

আমি যাবো সেই পাহাড়ে, যে পাহাড়ে আদৌ কোন মানব সন্তান যেতে পারেনি...

Re: বুকে ব্যাথা.........

আমার মনে হয় ডাক্তারের কাছে যাওয়াটাই সব দিক থেকে ভালো হবে।
অ.ট. ব্যথা বানান ভুল হয়েছে।