টপিকঃ আমার ল্যাপিতে সিডি ড্রাইভ কাজ করছে না...Plz Help Me
আমি কিছুদিন আগে MAX PAYNE গেমটা সিডি ড্রাইভে লাগিয়ে গেমটা ইনস্টল দিতে যাই তখন দেখায় Blank Disc তারপর ভাবলাম ডিস্কে কোন প্রবলেম কিন্তু না তারপর Sniper Elite গেমটা সিডি ড্রাইভে লাগাতেই দেখি Blank Disc তারপর আবারও ভাবলাম ডিস্কে প্রবলেম এরপর অন্য লাপটপে লাগিয়ে দেখি তারটাতে কাজ করে কিন্তু আমার টায় হচ্ছে না......এরপর বাড়ি এসে আমার পুরাতন ডিস্ক গুলা সিডি ড্রাইভে লাগিয়ে দেখি কিছু কিছু Blank Disc দেখায় না আবার কিছু কিছু ডিস্ক Blank Disc দেখায় যেমন MAX PAYNE 3 হয় Devil May Cry 5,4.3 হয় আরো অনেক আবার I am Alive উইন্ডোজ ৮ এর সিডি ৭ এর সিডি prince of persia আরো অনেক ডিস্কে Blank Disc দেখায় এখন কি করতে হবে কেউ একটু সাহায্য করেন.................................।।আমি বুঝতে পারছি না কিসের জন্য এইরকম হচ্ছে যদি সিডি ড্রাইভ নষ্ট হয়ে যাবে তাহলে তো কোন ডিস্কই কাজ করবে না সকল ডিস্কেই Blank Disc আসবে.........কেউ উইন্ডোজ দিতে বলবেন না আমি এর জন্য উইন্ডোজ দিয়ে দেখছি তারপরেও কাজ হচ্ছে না:-B