টপিকঃ লিনাক্স মিন্ট ১০ এ firefox আপগ্রেড এ সাহায্য করেন l

লিনাক্স এ firefox চালু করলে আপগ্রেড ভার্সন চাইল l আপগ্রেড করতে গেলে নতুন ভার্সন নামালাম l কিন্তু কোনো সেটআপ ফাইল খুঁজে পাচ্ছি না l সব তালগোল পাকিয়ে ফেলছি l একটু সাহায্য করেন l

I want to be a student of all.

সর্বশেষ সম্পাদনা করেছেন linx_freak (১৭-০৩-২০১৩ ১১:২৯)

Re: লিনাক্স মিন্ট ১০ এ firefox আপগ্রেড এ সাহায্য করেন l

অনেক ভাবেই কাজটি করতে পারেন । আমি সহজ দুটি পদ্ধতি বলছি।

১- Menu> Administration> Update Manager ক্লিকান।
এতে আপনার সিস্টেম এ ইন্সটল থাকা প্রায় সব প্যাকেজ এর আপডেট ইনফর্মেশন পাবেন।  Leve 2 তে ফায়ারফক্স এর আপডেট ইনফরমেশান পাবেন। শুধু ফায়ারফক্স এর প্যাকেজগুলোতে টিক চিহ্ন রেখে বাকিগুলোতে উঠিয়ে দিন। এবার মেনুবারের নিচে Install Update বাটন এ ক্লিকান।

২- Menu>Package Manager ক্লিকান। Quick Filter এর ঘরে লিখুন Firefox। আপনার সিস্টেম এ ইন্সটল থাকা ফায়ারফক্স প্যাকেজ দেখতে পাবেন। এর টিক চিহ্ন উঠিয়ে দিয়ে মেনুবারের নিচে Apply এ ক্লিক করুন। Package Manager বন্ধ করে সিস্টেম রিস্টার্ট করতে পারেন। এতে কিছু অযাচিত ঝামেলা থেকে মুক্তি পেতে পারেন। এবার একই পদ্ধতিতে Package Manager খুলুন, Quick Filter এর ঘরে লিখুন Firefox। টিক চিহ্ন দিয়ে মেনুবারের নিচে Apply এ ক্লিক করুন।

এসব কাজ করার সময় অবশই ইন্টারনেট এ যুক্ত থাকতে হবে । আশা করি এতে আপনার সমস্যার সমাধান হয়ে যাবে  smile

জ্ঞান হোক উম্মুক্ত

Re: লিনাক্স মিন্ট ১০ এ firefox আপগ্রেড এ সাহায্য করেন l

ফায়ারফক্স ওয়েবসাইটে এর .deb ফাইল দেয়া থাকে না। দেয়া থাকে .tar.bz2 ফাইল। এখানে আসলে সফটওয়্যারটির সোর্সগুলো দেয়া থাকে, আপনাকে কম্পাইল করে নিতে হবে। আর একেক সফটওয়্যারের কম্পাইল করার পদ্ধতি আলাদা। প্রথমে নামানো ফাইলটা এক্সট্রাক্ট করুন। এর ভিতর রিড মী টাইপের কোন ফাইল আছে, ওটাতে দেয়া আছে কম্পাইল করবেন কিভাবে। এটা বেশী ঝামেলার মনে হলে টার্মিনালে গিয়ে কমান্ড দিন-

sudo apt-get update firefox

এরপর একটা ম্যগি নুডলস ২ মিনিটে রান্না করে ফিরে আসুন, দেখবেন হয়ে গেছে।

I'm bad, and that's good.
I'll never be good, and that's not bad.
There's no one I'd rather be than me.

Re: লিনাক্স মিন্ট ১০ এ firefox আপগ্রেড এ সাহায্য করেন l

দুই গুরুর পদ্ধতিই এপলাই করলাম, কিন্তু কাজ হচ্ছে না
১. linx _freak ভাই, আপনার পদ্ধতিতে করলে level 2 এর কোনো আপডেট ইনফরমেশন আসে না, তবে লেভেল 2 ও 3 আসে, কিন্তু firefox এর কোনো option নেই.

২. next xenaration ভাই, আপনার ১ নম্বর পদ্ধতিতে নামানো ফাইল এক্সট্র্যাক্ট করার পর read me টাইপের কোনো ফাইল আসে নাই l  আর ২ য় পদ্ধতি টার্মিনালে আপনার দেওয়া কোড দিয়ে এন্টার দিলে এই messege আসে "E: The update command takes no arguments"
কিন্তু কোনো কাজ হইল না l

I want to be a student of all.

Re: লিনাক্স মিন্ট ১০ এ firefox আপগ্রেড এ সাহায্য করেন l

সর্বশেষ সম্পাদনা করেছেন আশিকুর_নূর (১৭-০৩-২০১৩ ১৩:৫০)

Re: লিনাক্স মিন্ট ১০ এ firefox আপগ্রেড এ সাহায্য করেন l

হারিকেন নিয়া খুজা দিলাম। কিন্তু কোন কিছু পাইলাম না। কারন লিনাক্স মিন্ট ১০ এখন সে আমলের জিনিশ। এটার জন্য আপডেট বন্ধ হয়ে গেছে। এখন আপনাকে একটা একটা করে প্যাকেজ ডাউনলোড করে নিতে হবে।
৩২ বিট হলে এই কমান্ড গুলা একটা একটা করে রান করেন

mkdir fx19
cd fx19
wget -c http://security.ubuntu.com/ubuntu/pool/main/f/firefox/firefox_19.0.2+build1-0ubuntu1_i386.deb
wget -c  http://security.ubuntu.com/ubuntu/pool/main/f/firefox/firefox-gnome-support_19.0.2+build1-0ubuntu1_i386.deb
wget -c  http://security.ubuntu.com/ubuntu/pool/main/f/firefox/firefox-locale-bn_19.0.2+build1-0ubuntu1_i386.deb
wget -c  http://security.ubuntu.com/ubuntu/pool/main/f/firefox/firefox-locale-en_19.0.2+build1-0ubuntu1_i386.deb
wget -c  http://security.ubuntu.com/ubuntu/pool/main/f/firefox/firefox-globalmenu_19.0.2+build1-0ubuntu1_i386.deb
sudo dpgk -i *.deb

৬৪ বিট হলে i386.deb এর জায়গায় amd64.deb হবে।

বি:দ্র: আশা করি দ্রুত লিনাক্স মিন্ট ১০ থেকে লিনাক্স মিন্ট ১৪ এ আসবেন। মিন্ট ১০ এর অফিসিয়াল আপডেট বন্ধ হয়ে গিয়েছে।

Re: লিনাক্স মিন্ট ১০ এ firefox আপগ্রেড এ সাহায্য করেন l

মজিলা সাইট থেকে যে firefox-x.x.x.tar.bz2 ফাইলটা ডাউনলোড করেছেন তা এক্সট্রাক্ট করুন। নটিলাস ফাইল ম্যানেজার রুট মোডে খুলুন। এক্সট্রাক্ট করা ফোল্ডারটা /opt ফোল্ডারে (অন্য জায়গাতেও রাখা যাবে, তবে সাধারণত এখানেই রাখা হয়) মুভ করান। ওই ফোল্ডারের ভিতরে firefox নামক ফাইল পাবেন। প্রোপার্টিজ থেকে সেটা এক্সিকিউটেবল করে দিন। এবার এটা ডাবল ক্লিক করে ওপেন করলে চলার কথা।  smile

/*The Divinity-The Madness-The Silence*/

আশিক৭২'এর ওয়েবসাইট

লেখাটি GPL v3 এর অধীনে প্রকাশিত