টপিকঃ linux এর জন্য কোন downloader সব চেয়ে ভালো হবে?
অথবা IDM এর কোন ভার্সন ভালো হয় ?
আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন
প্রজন্ম ফোরাম » তথ্য ও যোগাযোগ প্রযুক্তি » অপারেটিং সিস্টেম » লিনাক্স » লিনাক্স মিন্ট » linux এর জন্য কোন downloader সব চেয়ে ভালো হবে?
অথবা IDM এর কোন ভার্সন ভালো হয় ?
IDM পাবেন না। আপনি মজিলা ফায়ারফক্স এর addons DownThemAll ব্যাবহার করতে পারে আমার খুবই ভালো লাগে আশাকরি আপনারও লাগবে ।
https://addons.mozilla.org/en-US/firefo … ostpopular
IDM পাবেন না। আপনি মজিলা ফায়ারফক্স এর addons DownThemAll ব্যাবহার করতে পারে আমার খুবই ভালো লাগে আশাকরি আপনারও লাগবে ।
https://addons.mozilla.org/en-US/firefo … ostpopular
আমিও এটি ব্যবহার করেছি। আমার কাছেও ভালো লেগেছে। তবে এতে রেজিউম ক্যাপাবিলিটি থাকলেও সেটি তেমন কাজ করেনা। যেকারণে আমার একাধিক ডাউনলোড ৯৯% এ ঠেকে গিয়ে আর শেষ হতে পারলনা।
আমিও এটি ব্যবহার করেছি। আমার কাছেও ভালো লেগেছে। তবে এতে রেজিউম ক্যাপাবিলিটি থাকলেও সেটি তেমন কাজ করেনা। যেকারণে আমার একাধিক ডাউনলোড ৯৯% এ ঠেকে গিয়ে আর শেষ হতে পারলনা।
মিতা কী যে কন?? আমি গতকাল একটা ডাউনলোড বন্ধ করে গেছিলাম, এখন আবার দিলাম। ডাউনলোড চলতেছে ধুমায়।
কাজী আলী নূর লিখেছেন:আমিও এটি ব্যবহার করেছি। আমার কাছেও ভালো লেগেছে। তবে এতে রেজিউম ক্যাপাবিলিটি থাকলেও সেটি তেমন কাজ করেনা। যেকারণে আমার একাধিক ডাউনলোড ৯৯% এ ঠেকে গিয়ে আর শেষ হতে পারলনা।
মিতা কী যে কন?? আমি গতকাল একটা ডাউনলোড বন্ধ করে গেছিলাম, এখন আবার দিলাম। ডাউনলোড চলতেছে ধুমায়।
হ্যা মিতা, তাহলে হয়তবা আমার নেট কানেকশনে কোন সমস্যা
হতেই তো পারে তাইনা?
মিতা কী যে কন?? আমি গতকাল একটা ডাউনলোড বন্ধ করে গেছিলাম, এখন আবার দিলাম। ডাউনলোড চলতেছে ধুমায়।
Link expire হয়ে গেলে সেক্ষেত্রে কি করেন?
Link expire হয়ে গেলে সেক্ষেত্রে কি করেন?
কিচ্ছু করার নাই, ওটা বাদ। আমি আসলে এমন কোন সাইট থেকে কিছু নামাই না যার লিংক expire হওয়ার সম্ভাবনা থাকে।
আমি flareget, uget, steadyflow সব ট্রাই করে শেষ পর্যন্ত firefox এর addon "download them all" এ এসে থিতু হইছি। গত সপ্তাহেও এইটা দিয়ে দেড় জিবির একটা ফাইল নামিয়েছি রিজিউম করে। আমার কখনো রিজিউম নিয়ে সমস্য হয়নি। ট্রাই করে দেখতে পারেন।
গুরুদের অনেক রেসপন্স পাইলাম, খুব ভালো লাগলো এই জন্য যে একজনের প্রবলেমে সবাই সাহায্যের জন্য এগিয়ে আসে l
uget + aria2 plugin ব্যবহার করেন। downthemall এককালে ব্যবহার করেছি, খুবই প্রিমিটিভ ডাউনলোডার
Aria2 দিয়ে একের পর এক বড় বড় ডাউনলোড করছি, একটাও নষ্ট হয়নি।
Flashgot+Aria 2 অথবা Fatrat ব্যবহার করে দেখতে পারেন।
(flashgot+aria2) aria2 ছাড়া একটাও ভাল লাগে নাই। যদিও গ্রাফিক্যাল না। যে কোন সময় রিজিউম করতে পারবেন। মানে আরেকবার ডাউনলোড দিলেই রিজিউম হবে। আবার মনে করুন এক পিসিতে কতটুকু ডাউনলোড দিলেন, ডাউনলোডকৃত ফাইল পেনড্রাইভে করে অন্য পিসিতে নিয়ে বাকিটুকু ডাউনলোড করতে পারবেন।
dTa! নিয়ে আমার কোন অভিযোগ নেই। লিনাক্স ব্যবহার শুরু করার পর থেকে এটাই নিয়মিত ব্যবহার করে আসছি। তবে ডাউনলোড রিজুম করার সময় ডাউনলোড এরর হওয়ার সমস্যা নাকি অনেকেরই হয়। সেক্ষেত্রে সার্ভারেরও কিছুটা ভূমিকা আছে বলে আমার ধারণা।
downthemall এককালে ব্যবহার করেছি, খুবই প্রিমিটিভ ডাউনলোডার
প্রিমিটিভ হলেও GUI নির্ভর ডাউনলোড ম্যানেজারের মধ্যে এটাই আমার প্রথম পছন্দ।
uget + aria2 plugin ব্যবহার করেন। downthemall এককালে ব্যবহার করেছি, খুবই প্রিমিটিভ ডাউনলোডার
uget + aria2 এর ডাউনলোড লিংক সহ ইনস্টলেশন পদ্ধতি টা বিশ্লেসন করে দিলে এই নতুনের জন্য ভালো হয় l
প্রজন্ম ফোরাম » তথ্য ও যোগাযোগ প্রযুক্তি » অপারেটিং সিস্টেম » লিনাক্স » লিনাক্স মিন্ট » linux এর জন্য কোন downloader সব চেয়ে ভালো হবে?
০.০৬৭০৩৩০৫২৪৪৪৪৫৮ সেকেন্ডে তৈরী হয়েছে, ৮৪.২০১৮২৩৪০৮২৭৪ টি কোয়েরী চলেছে