সর্বশেষ সম্পাদনা করেছেন পরিবেশ প্রকৌশলী (১৫-০৩-২০১৩ ১১:১২)

টপিকঃ পরিচ্ছন্নতার ব্যারাম

পরিবেশ প্রকৌশলী'এর ওয়েবসাইট

লেখাটি CC by-nc-sa 3.0 এর অধীনে প্রকাশিত

সর্বশেষ সম্পাদনা করেছেন ফায়ারফক্স (১৫-০৩-২০১৩ ১২:৫৯)

Re: পরিচ্ছন্নতার ব্যারাম

Re: পরিচ্ছন্নতার ব্যারাম

ভাল টপিক, অনেক কিছু শেখার আছে, আমার বাড়িতেও ময়লার ব্যাপারে খুব কড়াকড়ি করা হয়, কিন্তু ঢাকাতে অবস্থা খুবই করুন...

Re: পরিচ্ছন্নতার ব্যারাম

আমি শুনেছিলাম সিঙ্গাপুর সবচাইতে পরিষ্কার দেশ।
যদিও জাপানিদের সম্বন্ধে অনেক কিছুই শুনেছি, তাদের পরিষ্কার পরিচ্ছন্নতা যেরকম মুগ্ধ করে তেমনি ভালো লাগে যে ওরা কখনোই বসে থাকেনা। এমনকি ইভিনিং ওয়াকের সময়ও পরিচ্ছন্নতায় লেগে থাকা সত্যিই অসাধারন।
আর আমাদের আশেপাশে লোকদের পরিচ্ছন্নতার মানসিকতা হলো - কি দরকার এসব করার, চলেই তো যাচ্ছে... thinking

You are the one who thinks that i didn't get the point, so do i think of you...what a coincidence!!

Re: পরিচ্ছন্নতার ব্যারাম

এজন্যই জ্যপনিজ সাবওয়ের এত প্রশংসা মানুষ করে! মেইকস সেনস। সেই হিসেবে নিউইয়র্ক সিটি কি জঘণ্য নোংরা কল্পনার বাইরে  donttell

লেখাটি CC by 3.0 এর অধীনে প্রকাশিত

সর্বশেষ সম্পাদনা করেছেন পরিবেশ প্রকৌশলী (১৫-০৩-২০১৩ ১১:২৪)

Re: পরিচ্ছন্নতার ব্যারাম

Re: পরিচ্ছন্নতার ব্যারাম

Re: পরিচ্ছন্নতার ব্যারাম

হুম পরিষ্কার পরিচ্ছন্নতার আসলেই দরকার আছে। এই বোধটা যে কবে আসবে আমাদের মধ্যে, কে জানে? sad মনে আছে একবার দেশে গিয়ে একটা জুসের প্যাকেট কিছুতেই রাস্তায় ফেলতে চাইছিলাম না। সবাই বললঃ গাড়ির জানালা দিয়ে ফেলে দাও। আমি কিছুতেই ফেলতে পারলাম না; সারা রাস্তা সেটা ব্যাগে করেই বহন করেছিলাম। জাপানি বৃদ্ধদের সচেতন মনোভংগিটা বেশ মনে দাগ কাটলো। ওরকম সবাই হলে রাস্তাঘাট বাসাবাড়ির কদর্যতা অনেক কমে যেতো।

অটঃ ইয়ে শামীম ভাই, এই নিকে আপনাকে কেমন যেন অচেনা লাগে! হঠাত 'শামীম' নিকটির প্রতি বিতৃষ্ণা হলো কেন?  thinking

সর্বশেষ সম্পাদনা করেছেন সরদার (১৫-০৩-২০১৩ ১৮:০০)

Re: পরিচ্ছন্নতার ব্যারাম

১০ সর্বশেষ সম্পাদনা করেছেন পরিবেশ প্রকৌশলী (১৫-০৩-২০১৩ ১৯:৪৬)

Re: পরিচ্ছন্নতার ব্যারাম

১১

Re: পরিচ্ছন্নতার ব্যারাম

লেখাটি LGPL এর অধীনে প্রকাশিত

১২

Re: পরিচ্ছন্নতার ব্যারাম

Osadharon!