Re: প্রসঙ্গঃ বাইসাইকেল
আশিফ শাহো লিখেছেন:আমি তো গাড়িও চালাতে পারি (হাতপাকা না যদিও
)
সাইকেল চালাতে শিখেছি ক্লাস 2 তে, ছোট সাইকেল ছিল, একবার এক্সিডেন্টও করলাম, তারপর আরও একটা সাইকেল কিনেছিলাম ওটা বেচে দিয়েছি এখন মটরসাইকেল চালাই
তাহলে আপনার জন্যও এই কটি লাইন প্রযেজ্য।
ট্রাফিক আইন
পুলিশের সিগনাল ভাঙতে আমি সিদ্ধহস্ত আজও 83 ভাইরে নিয়া রুলটুল ব্রেক করে বাড্ডা ঘুরে আসলাম
ভিজে পুরো চুপচুপে হয়ে গিয়েছিলাম, গতপরশু মনেহয় এজন্যই আল্লাহ শাস্তিস্বরুপ একটা কেস ম্যানেজ করে দিয়েছেন
জোরে চালাই না তেমন তবে একটু আকাবাকা ড্রাইভ করি এখনো, ভূতটা নামে নাই পুরো, আগের বাইকটা বেশি রাফ চালিয়েছি এখন নতুন বাইকটার উপরে মায়া বেশী কাজ করে
নাহ, শাহো ভাই যথেষ্ট ভালো মটর সাইকেল চালান। অন্তত তার পেছনে বসে খুব আরামেই ছিলাম।
হইছে আর কইয়েন না