Re: ফার্স্ট ডেইট টিপস!!!! টু অল নিউবিস (১)
জ্বী, ইলিয়াস ভাই, ভাবীকে সালাম দিবেন, ছুটিছাটা পেলে আরেকবার আসছি বেড়াতে আপনার বাড়িতে।
যে কোন সময় আপনার আমন্ত্রন রইল। আপনার সালাম যথাস্থানে যথা সময়ে পৌঁছে দেয়া হবে।
আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন
প্রজন্ম ফোরাম » রোমাঞ্চ » ফার্স্ট ডেইট টিপস!!!! টু অল নিউবিস (১)
জ্বী, ইলিয়াস ভাই, ভাবীকে সালাম দিবেন, ছুটিছাটা পেলে আরেকবার আসছি বেড়াতে আপনার বাড়িতে।
যে কোন সময় আপনার আমন্ত্রন রইল। আপনার সালাম যথাস্থানে যথা সময়ে পৌঁছে দেয়া হবে।
শেষে এসে লাভ গুরু হয়ে গেলা??
নাহ পোলাপানের কামের জিনিষ লিখসো । তবে ট্রু কথা হৈল যে যেমন সে তেমই এক্ট করবে। যতঐ প্রাক্টিস করুকনা কেন। ইউনো .. ল্যান্জা'জ ভেরি ডিফিকাল্ট টু হাইড
শশী আপু কেমনে জানেন?
আপু কিভাবে জানেন ?
হ্যা হ্যা কিভাবে জানেন? ঝাতি জানতে চায় হোয়াট ইজ দ্যা গোমর??
ভাই পিলিজ এত ক্যাচাল করতারুমনা দেইখাইতো আমার জি এফ নাই
ভাই পিলিজ এত ক্যাচাল করতারুমনা দেইখাইতো আমার জি এফ নাই
হে হে, সহমত জানাইলাম
মেরাজ০৭ লিখেছেন:ভাই পিলিজ এত ক্যাচাল করতারুমনা দেইখাইতো আমার জি এফ নাই
হে হে, সহমত জানাইলাম
আমি বাকশুন্য হয়ে গেলুম
কেন এর কোন উত্তর দিমু না
টপিকটা আগে দিতেন, তাহলে তো কাজে লাগত।
যাক ভাল একটা টপিক পোস্ট করছেন।
আহা ছেলেদের তো এই টপিক পেয়ে সোনায় সোহাগা অবস্থা দেখি, এক একজনের মুখের হাসি আর ধরে না ... ঠিক যেন পরীক্ষার আগের রাতে পাওয়া প্রশ্ন পত্রের সাজেশন। আমার মনে হয় তুমি ছাড়াও আরেকজন এই ফোরামে আছেন যে কিনা এই বিষয়ে ভালো সাজেশন দিতে পারবেন... উদা দার কথা বলছিলাম আর কি
... তবে কথা হচ্ছে, যতই পড়িবে ততই ভুলিবে, বেশী প্রিপারেশন নিতে গেলে হয়তো সারা জীবন ধরে প্রিপারেশন এর উপর ই থাকবে আর কাজের কাজ লাটে উঠবে।
মুজতবা তুমি কি আজকাল অতিরিক্ত পরিমাণে "হাও আই মেট ইউর মাদার" জাতীয় টিভি শো দেখ?
![]()
শেষে এসে লাভ গুরু হয়ে গেলা??
![]()
![]()
![]()
নাহ পোলাপানের কামের জিনিষ লিখসো
। তবে ট্রু কথা হৈল যে যেমন সে তেমই এক্ট করবে। যতঐ প্রাক্টিস করুকনা কেন। ইউনো .. ল্যান্জা'জ ভেরি ডিফিকাল্ট টু হাইড
আহমাদ মুজতবা লিখেছেন:শশী আপু কেমনে জানেন?
আপু
কিভাবে জানেন ?
হ্যা হ্যা কিভাবে জানেন? ঝাতি জানতে চায়
হোয়াট ইজ দ্যা গোমর??
ধুর মামু! হা করলে যদি পেটের কথা না বুঝি তাইলে আর কেমনে হইব? আপাতত ঝাতির বিবেকের কাছে প্রশ্ন হইতাসে উনি এডির প্রয়োগ কইরা কতদূর সাফল্য পাইসে। নোটখান দিয়া তো পুরাই চালাকি করলো।
ওভার অল উরা ধুরা পোস্ট
ও ভাই আপনি তো ঝাতিকে পুরাই পাক্কা বানাই দিলেন
হা হা বেশ লিখেছে ছেলেটা সেইদিনের বাচ্চা ছেলেটা লাভগুরু হয়ে গেলো!
টিপসগুলো বেশ কাজের মনে হচ্ছে।
৪ নং পয়েন্টের জন্য....আহা সৌন্দর্য দেখতে আমার বড়ই ভালোলাগে
@নাইদ্দা জামান, খালি আমার পেছনে লাগা, হ্যাঁ?
কিছু শিখলাম,এখন থেকে খালি কমপ্লিমেন্ট
@নাইদ্দা জামান,
খালি আমার পেছনে লাগা, হ্যাঁ?
আহ আজকাল গুনি জনের গুনের তারিফ ও দেখি করতে মানা...
হে হে হে , আমেরিকা গিয়ে দেখি মুজ্জি পুরাই ডেটিং এর উপরে আছে ।
তয় কয়াটা সাদা আর কয়টা ব্ল্যাক মেয়ে ডেইট করলা ?
লিস্ট দাউ দিনি ...
চরম একটা লেখা, অভিজ্ঞতার ভারে ন্যুজ হয়ে মুজতবা ভাই কিছু অংশ ফোরামে বিলীন করে দিচ্ছেন নাকি?
[মাইন্ড খাওয়া নিষেধ]
প্রজন্ম ফোরাম » রোমাঞ্চ » ফার্স্ট ডেইট টিপস!!!! টু অল নিউবিস (১)
০.০৯২২৩২৯৪২৫৮১১৭৭ সেকেন্ডে তৈরী হয়েছে, ৮৬.৬৩১৬৭৪৪৮১০০৪ টি কোয়েরী চলেছে