টপিকঃ মুক্তিযুদ্ধ ১৯৭১ ও অন্যান্য (ছবি ব্লগ)
১) ১৯৭১ সালের ডিসেম্বর মাসের ছবি। হানাদার বাহিনীর টিকে থাকার প্রানান্ত চেষ্টা।
২) পাক সেনারা ভারতীয় এক সেনার লাশ বহন করে নিয়ে যাচ্ছে।
৩) ভারতীয় সেনাবাহিনীর বাংলাদেশে (তৎকালীন পূর্ব পাকিস্তানে) প্রবেশ।
৪) মুক্তিবাহিনীর একটি দল ধান ক্ষেতের পার্শ্ব দিয়ে অতিক্রম করছে।
৫) প্রাণ ভয়ে লোকজন ভারত পালাচ্ছে।
৬) ভারতীয় বাহিনীকে দেখে উল্লাসিত ঢাকাবাসী।
৭) যুদ্ধের সময় প্রচারিত কিছু প্রচারপত্র ও পুস্তিকা।
৮) স্বাধীনতা ঘোষনার পর আবেগঘন পরিবেশ।
৯) লেফটেন্যান্ট জেনারেল টিক্কা খান, যিনি বাংলার কসাই নামে সর্বাধিক পরিচিত। তৎকালীন পূর্ব পাকিস্তানের গভর্নর, মার্শাল ল এডমিনিস্ট্রেটর এবং ইস্টার্ন মিলিটারি হাই কমান্ডের প্রধান এবং কমান্ডার ইস্টার্ন কমান্ড হিসেবে নিয়োগ পান। ১৯৭১ সালের ১১ এপ্রিল তিনি কমান্ডার ইস্টার্ন কমান্ডের দায়িত্ব লেফটেন্যান্ট জেনারেল নিয়াজীকে হস্তান্তর করেন। ১৯৭১ সালে অপারেশন সার্চ লাইটের মূল পরিকল্পনাকারী। তাঁকে সহায়তা করেন ১৪ ডিভিশনের জিওসি মেজর জেনারেল খাদিম হোসেন রাজা এবং ইস্টার্ন কমান্ডের জিওসি মেজর জেনারেল রাও ফরমান আলী। পরে তিনি জেনারেল হিসেবে পদোন্নতি পান।
১০) লেফটেন্যান্ট জেনারেল আমির আব্দুল্লাহ খান নিয়াজী, ১১ এপ্রিল ১৯৭১ সালে জেনারেল টিক্কা খানের নিকট হতে কমান্ডার ইস্টার্ন কমান্ডের দায়িত্ব গ্রহন করেন। ১৬ ডিসেম্বর ১৯৭১ সালে আত্মসমর্পণের আগ পর্যন্ত ঐ পদে আসীন ছিলেন।
১১) লেফটেন্যান্ট জেনারেল গুল হাসান খান, ১৯৭১ সালে তিনি পাকিস্তান সেনাবাহিনীতে চিফ অফ জেনারেল স্টাফ হিসেবে কর্মরত ছিলেন। তখন পাকিস্তানের সামরিক গোয়েন্দা ও সামরিক অপারেশন বিভাগ তাঁর অধীনে ছিল। ১৯৭১ সালে তৎকালীন পূর্ব পাকিস্তানে (বর্তমান বাংলাদেশ) সামরিক অভিযান অনুমোদন করার জন্য তাঁর বিরুদ্ধে অভিযোগ ছিল।
১২) মেজর জেনারেল রাও ফরমান আলী, ১৯৭১ সালে পাকিস্তান সেনাবহিনীর ইস্টার্ন কমান্ডের জিওসি ছিলেন। অপারেশন সার্চলাইটের অন্যতম পরিকল্পনাকরী। ১৯৭১ সালের ২৫শে মার্চের রাতে ঢাকায় মেজর জেনারেল রাও ফরমান আলীর নেতৃত্বে অপারেশন সার্চলাইটের পরিকল্পনা বাস্তবায়ন করা হয়।
তথ্য সূত্র ও ছবি সহায়তায়: ১ থেকে ৬ নং ছবি পর্যন্ত এবং উইকিপিডিয়া।