Re: বাংলা ইউজারনেম
নামটা ‘তোফায়েল খান’ প্রদর্শন করানো দরকার বাট আসতেছে tufaelkhanbd মানে ইউজার নেমটি।
করে দেয়া হয়েছে। এখন থেকে লগইন করার সময় "তোফায়েল খান" লিখে লগইন করবেন।
আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন
প্রজন্ম ফোরাম » নোটিসবোর্ড » বাংলা ইউজারনেম
নামটা ‘তোফায়েল খান’ প্রদর্শন করানো দরকার বাট আসতেছে tufaelkhanbd মানে ইউজার নেমটি।
করে দেয়া হয়েছে। এখন থেকে লগইন করার সময় "তোফায়েল খান" লিখে লগইন করবেন।
নামটা অদৃশ্য মানব দেখাতে চাই।
নামটা অদৃশ্য মানব দেখাতে চাই।
ইতোমধ্যে অদৃশ্য মানব নামে অন্য একজন সদস্য নিবন্ধিত আছেন, আপনার প্রদত্ত নামের সাথে এর খুব মিল আছে। ইউজারনেমে অন্তঃত একটি অক্ষর ভিন্ন থাকতে হবে, দয়া করে অন্য কোন ইউজারনেম বাছাই করুন।
invisibleman লিখেছেন:নামটা অদৃশ্য মানব দেখাতে চাই।
ইতোমধ্যে অদৃশ্য মানব নামে অন্য একজন সদস্য নিবন্ধিত আছেন, আপনার প্রদত্ত নামের সাথে এর খুব মিল আছে। ইউজারনেমে অন্তঃত একটি অক্ষর ভিন্ন থাকতে হবে, দয়া করে অন্য কোন ইউজারনেম বাছাই করুন।
তাহলে প্রজন্মভূত নামটা দেখাতে চাই।
তাহলে প্রজন্মভূত নামটা দেখাতে চাই।
আপনার ইউজারনেমটি পরিবর্তন (প্রজন্মভূত) করে দেওয়া হয়েছে। আর তাই এখন থেকে ফোরামে প্রবেশ করতে নতুন ইউজারনেমটি ব্যবহার করুন।
দয়া করে আমার প্রোফাইল নামটি বাংলায় মোহাম্মদ আনু করে দিন।ধন্যবাদ।
দয়া করে আমার প্রোফাইল নামটি বাংলায় মোহাম্মদ আনু করে দিন।ধন্যবাদ।
আপনার ইউজারনেমটি পরিবর্তন (মোহাম্মদ আনু) করে দেওয়া হয়েছে। আর তাই এখন থেকে ফোরামে প্রবেশ করতে নতুন ইউজারনেমটি ব্যবহার করুন।
এখনো
মো তোফাজ্জল হোসেন
ইমেইল
চট্টগ্রাম
স্বাধীনতা মানে রক্ত দিয়ে, নতুন সূর্য কিনে আনা । স্বাধীনতা মানে মুক্ত আকাশ অবাধ হয়ে চলা ।
স্বাধীনতা মানে মজুরের হাসি
ধনীর অনুরুপ ।
থাকবে না কোন ভেদাভেদ
মানবের সুরাসুর ।
স্বাধীনতা,বয়স তাহার বেয়াল্লিশ বদলাই নি তাহার রুপ,
দুঃখির দুঃখের বোঝা
রয়ে গেল সেরুপ ।
পায়নি বিচার জাতি এখনো ঘাতক রাজাকারের ।
তাই এখনো অনল দুইটি
বিধবার ডুবে আছে গহীন জলে ।
আমারটা জীবনযুদ্ধ করে দিন
ABCDEFGHIabcdefghi লিখেছেন:দয়া করে আমার প্রোফাইল নামটি বাংলায় মোহাম্মদ আনু করে দিন।ধন্যবাদ।
আপনার ইউজারনেমটি পরিবর্তন (মোহাম্মদ আনু) করে দেওয়া হয়েছে। আর তাই এখন থেকে ফোরামে প্রবেশ করতে নতুন ইউজারনেমটি ব্যবহার করুন।
আমিও নামটা বাংলায় করতে চাই........ কিন্তু তার আগে এটা জানতে চাই, লগইন করার সময় বাংলায় যদি লিখতে হয় তাহলে পাসওয়ার্ডটা আবার ইংরেজিতে লিখতে হবে। এটা একটু ঝামেলা হয়ে যায় না!
এমন কি হতে পারে না। লগইন আর পাসওয়ার্ড একি থাকলো, এ্যকাউন্টে এন্ট্রি করার পর ইউজার নামটা বাংলায় দেখাবে?
কথাটা জানতে চাচ্ছি এই জন্য সব সময় তো আর ডেক্সটপ অথবা ল্যাপি থেকে বসা হয় না। মোবাইল দিয়েও ফোরামে এসে লেখাগুলো পড়ি। সব মোবাইলে তো আর বাংলা লেখা সাপোর্ট করেনা(লেখার ক্ষেত্রে) শুধু পড়া যায়। ব্যাপারটা একটু আলোচনা করলে ভাল হত।
অয়ন খান লিখেছেন:আপনার ইউজারনেমটি পরিবর্তন (মোহাম্মদ আনু) করে দেওয়া হয়েছে। আর তাই এখন থেকে ফোরামে প্রবেশ করতে নতুন ইউজারনেমটি ব্যবহার করুন।
আমিও নামটা বাংলায় করতে চাই........ কিন্তু তার আগে এটা জানতে চাই, লগইন করার সময় বাংলায় যদি লিখতে হয় তাহলে পাসওয়ার্ডটা আবার ইংরেজিতে লিখতে হবে। এটা একটু ঝামেলা হয়ে যায় না!
এমন কি হতে পারে না। লগইন আর পাসওয়ার্ড একি থাকলো, এ্যকাউন্টে এন্ট্রি করার পর ইউজার নামটা বাংলায় দেখাবে?কথাটা জানতে চাচ্ছি এই জন্য সব সময় তো আর ডেক্সটপ অথবা ল্যাপি থেকে বসা হয় না। মোবাইল দিয়েও ফোরামে এসে লেখাগুলো পড়ি। সব মোবাইলে তো আর বাংলা লেখা সাপোর্ট করেনা(লেখার ক্ষেত্রে) শুধু পড়া যায়। ব্যাপারটা একটু আলোচনা করলে ভাল হত।
জরুরী মুহুর্তে আপনার প্রোফাইল নাম্বার দিয়ে লগইন করতে পারবেন।
যেমন আপনার ক্ষেত্রে আপনার প্রোফাইল আইডিঃ 13006
তবে পাসওয়ার্ড সবসময় একটাই থাকবে।
আমি আমার USER NAME:rahul337
পরিবর্তন করে
username:"অন্য মানুষ" করতে চাই
আমি আমার USER NAME:rahul337
পরিবর্তন করে
username:"অন্য মানুষ" করতে চাই
এই নামে ইতিমধ্যে একজন সদস্য আছেন, আপনাকে অন্য কোন নিক পছন্দ করতে হবে
তাহলে USERNAME:এলিয়েন
করতে চাই
শামীম ভাইয়া...
আমার নামখানা পরিবর্তন করে বাংলায় "সাক্ষর চৌধুরী" রাখতে চাই।
সাহায্য কামনা করছি
শামীম ভাইয়া...
আমার নামখানা পরিবর্তন করে বাংলায় "সাক্ষর চৌধুরী" রাখতে চাই।
সাহায্য কামনা করছি
কি থেকে সাক্ষর চৌধুরী হলেন, চৌধুরী সাহেব যদি একটু জানিয়ে যেতেন।
আমি আমার নামটি ধূসর পান্ডুলিপি চাচ্ছি। বানানটা ঠিক আছে কিনা বুঝতেছিনা!!!!!!! আমি ফটো লাগাতে পারছি না। আর আমি কিভাবে একটা ফটো লাগাতে পারবো ? মডারেটর কেউ আমাকে এই ফটোটা প্রো পিক করে দিন দয়া করে । আমি ছবিটির লিংক দিচ্ছি। http://sphotos-a.xx.fbcdn.net/hphotos-f … 2724_o.jpg
আমার নামটি কি পরিবর্তন করা হয়েছে
আমার ইউজার নেম টা বোহেমিয়ান করে দেবার অনুরোধ জানাচ্ছি ।
Admin Vai Name Ta Kokhn Change Kora Hobe
প্রজন্ম ফোরাম » নোটিসবোর্ড » বাংলা ইউজারনেম
০.১২৬৬২২৯১৫২৬৭৯৪ সেকেন্ডে তৈরী হয়েছে, ৫৯.৮৭২৯৮২০০১৩৩৭ টি কোয়েরী চলেছে