Re: সবাই কেমন আছেন?
আমি কি কিছু বলব ? আইছ ভাল কথা ২/১টা টপিক দাও আমরা পড়ে মনটা জুড়াই
আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন
প্রজন্ম ফোরাম » বিবিধ » বটগাছ » সবাই কেমন আছেন?
আমি কি কিছু বলব ? আইছ ভাল কথা ২/১টা টপিক দাও আমরা পড়ে মনটা জুড়াই
আপনার লেখাগুলো পড়ে আপনাকে অনেক খুঁজেছি। আজ আপনাকে পেয়ে খুব ভালো লাগছে...
আমি কি কিছু বলব ? আইছ ভাল কথা ২/১টা টপিক দাও আমরা পড়ে মনটা জুড়াই
নাহ, আপাতত আপনাদের লেখাই পড়ি।
আপনার লেখাগুলো পড়ে আপনাকে অনেক খুঁজেছি। আজ আপনাকে পেয়ে খুব ভালো লাগছে...
ধন্যবাদ আবদুল্লাহ আল রিফাত , আপনি কেমন আছেন?
আপনি ফিরে আসায় খুব খুশী হয়েছি। আবারও মজার মজার লিখা পড়ার আশায় রইলাম।
আপনি ফিরে আসায় খুব খুশী হয়েছি। আবারও মজার মজার লিখা পড়ার আশায় রইলাম।
আপনাকে ধন্যবাদ
কই আসলা? থাকনা তো বেশীক্ষণ
কই আসলা? থাকনা তো বেশীক্ষণ
আপু, আছি তো। আসলে সারাদিন বাইরে কাজ কর্ম থাকায় রাতে এসে একটু ফ্রি হয়ে বসতে হয়
স্বপ্নীল, তুমি সম্পূর্ণ সুস্থ জেনে খুবই আনন্দিত হলাম। আশা রাখি এবারে দেশে ফিরবার পর তোমার সাথে সরাসরি মোলাকাতের অংশটুকু সুসম্পন্ন করা যাবে। তোমার ঠিকানা আর মুঠোফোন নম্বর আমাদের গোবা দিয়ে জানিয়ে রেখো।
স্বপ্নীল, তুমি সম্পূর্ণ সুস্থ জেনে খুবই আনন্দিত হলাম। আশা রাখি এবারে দেশে ফিরবার পর তোমার সাথে সরাসরি মোলাকাতের অংশটুকু সুসম্পন্ন করা যাবে। তোমার ঠিকানা আর মুঠোফোন নম্বর আমাদের গোবা দিয়ে জানিয়ে রেখো।
খুবই ভাল লাগছে আপনাকে দেখে। আপনার অবস্থা কি??
খুবই ভাল লাগছে আপনাকে দেখে। আপনার অবস্থা কি??
এখনো অবদি তথৈঃবচ। বয়েস তো আর কম হয়নি, তার উপরে আবার আমার সামরিক শাসন/নির্যাতন। শরীর মহাশয় আর সইতে পারছে না। মাথার যন্ত্রনাটুকু প্রচন্ড পরিমানে বেড়ে যাওয়ায় এবারে মস্তিষ্কে অস্ত্রোপাচার করবার প্রস্তুতিগ্রহণ করছি। আশা রাখি সপ্তাহ দু'য়েক এর মধ্যেই খেলা ফাইনাল।
স্বপ্নীল লিখেছেন:খুবই ভাল লাগছে আপনাকে দেখে। আপনার অবস্থা কি??
এখনো অবদি তথৈঃবচ। বয়েস তো আর কম হয়নি, তার উপরে আবার আমার সামরিক শাসন/নির্যাতন। শরীর মহাশয় আর সইতে পারছে না। মাথার যন্ত্রনাটুকু প্রচন্ড পরিমানে বেড়ে যাওয়ায় এবারে মস্তিষ্কে অস্ত্রোপাচার করবার প্রস্তুতিগ্রহণ করছি। আশা রাখি সপ্তাহ দু'য়েক এর মধ্যেই খেলা ফাইনাল।
ও মাই গড। সবকিছু যেন ভালয় ভালয় শেষ হয়ে আবার আমাদের মাঝে আগের মত ফিরে আসেন- এই দোয়া করি।
স্বপ্নীল লিখেছেন:খুবই ভাল লাগছে আপনাকে দেখে। আপনার অবস্থা কি??
এখনো অবদি তথৈঃবচ। বয়েস তো আর কম হয়নি, তার উপরে আবার আমার সামরিক শাসন/নির্যাতন। শরীর মহাশয় আর সইতে পারছে না। মাথার যন্ত্রনাটুকু প্রচন্ড পরিমানে বেড়ে যাওয়ায় এবারে মস্তিষ্কে অস্ত্রোপাচার করবার প্রস্তুতিগ্রহণ করছি। আশা রাখি সপ্তাহ দু'য়েক এর মধ্যেই খেলা ফাইনাল।
আল্লাহ যেন ভালয় ভালয় অস্ত্রোপচার যেন শেষ হয় । অনেক অনেক দোয়া করি আপনার জন্য
প্রজন্ম ফোরাম » বিবিধ » বটগাছ » সবাই কেমন আছেন?
০.০৫৯৩১৪০১২৫২৭৪৬৬ সেকেন্ডে তৈরী হয়েছে, ৮১.৮০৮৬৮৩০৭৪৬৭২ টি কোয়েরী চলেছে