১০১

Re: প্রজন্ম ফোরামের সেরা নির্বাচন ২০১২ - ফলাফল

শারীরিক অসুস্থতার কারনে শুধুমাত্র এই ফোরাম থেকে নয় পুরো আন্তর্জালিক জগৎটা থেকেই ছিটকে গিয়েছি প্রায় মাস চারেক। এর মাঝে কত না কান্ড হয়ে গিয়েছে। প্যানেলভুক্ত হলো লেখা, নির্বাচন হলো, বিজয়ীদের তালিকাও ঘোষিত হলো। আফসোস !!! কোনটাতেই যুক্ত হতে পারিনি।

লেখালেখির হাত তো আর নাই, তবে হাততালি দেবার মতো বিশাল বিশাল গোবদা সাইজের দুই পিস তালু আছে। তিনটা করে প্রথম পুরষ্কার জেতায় ইনভারব্রাস আর লায়ন ভাইকে অভিনন্দন।  clap clap  দুইজনের কিছু লেখা থেকে এই বছরে আমি বেশ উপকৃত হয়েছি, তথ্য পেয়েছি। আর লেখার মজা/আনন্দটুকু তো বাড়তি পাওনা হিসেবে সবসময়েই ছিলো।

২০১২ সালের বিজয়ীদের প্রত্যেককে ঢাকার সাভারে, আমার বাসায় পাকা ফজলি আম খাবার নিমন্ত্রন রইলো।

মহাসচিব, এফওএসএস বাংলাদেশ। সদস্য, লিনাক্স মিন্ট বাংলাদেশ। ব্যক্তিগত ব্লগঃ রিং-দ্য ডন 'র ব্লগ

রিং'এর ওয়েবসাইট

লেখাটি CC by-nc-sa 3.0 এর অধীনে প্রকাশিত

১০২

Re: প্রজন্ম ফোরামের সেরা নির্বাচন ২০১২ - ফলাফল

বিজয়ীদের অভিন্দন জানাই আর অংশগ্রহনকারীদের প্রতি শুভ কামনা।   clap

হে আল্লাহ, তুমি সকলের মঙ্গল কর; তোমার রহমতের আশ্রয়ে আশ্রিত কর..... আমীন
সঠিক পদ্ধতিতে ওয়ার্ডপ্রেস ইন্সটল করুন এবং আপনার ওয়ার্ডপ্রেস সাইটটিকে সুরক্ষিত রাখুন

কাজী আলী নূর'এর ওয়েবসাইট

লেখাটি GPL v3 এর অধীনে প্রকাশিত