টপিকঃ রিয়াল মাদ্রিদ ২ - বার্সিলোনা ১

আবারো রিয়াল মাদ্রিদের কাছে হেরেছে বার্সিলোনা। কিছুদিন আগে কোপা ডেল রে-র সেমিফাইনালে রিয়াল মাদ্রিদের কাছে ৩-১ গোলে হেরে যায় বার্সিলোনা। আজ আবার হেরেছে ২-১ গোলে। খুব অল্প দিনের মধ্যেই টানা দুটি এল ক্লাসিকো জয়ের আনন্দ রিয়াল মাদ্রিদ শিবিরে।

Re: রিয়াল মাদ্রিদ ২ - বার্সিলোনা ১

Re: রিয়াল মাদ্রিদ ২ - বার্সিলোনা ১

Re: রিয়াল মাদ্রিদ ২ - বার্সিলোনা ১

লেখাটি LGPL এর অধীনে প্রকাশিত

Re: রিয়াল মাদ্রিদ ২ - বার্সিলোনা ১

বার্সার খেলা ভাল লাগেনি। রক্ষণ এত দুর্বল! কাউন্টার এট্যাক, আর ক্রসে রক্ষণ একে বারে উন্মক্ত হয়ে যাচ্ছে।

তিন নাম্বার কোচ দিয়ে তো আর এক নাম্বার কোচের কাজ চলে না। ডেভিড ভিয়ার মত একটা স্ট্রাইকারকে কিভাবে নষ্ট করছে। অতিরিক্ত মেসি নির্ভরতা, মেসি ও বার্সা দুটোর জন্যই খারাপ হচ্ছে।

"সংকোচেরও বিহ্বলতা নিজেরই অপমান। সংকটেরও কল্পনাতে হয়ও না ম্রিয়মাণ।
মুক্ত কর ভয়। আপন মাঝে শক্তি ধর, নিজেরে কর জয়॥"