টপিকঃ আছেন কেউ মোবাইল অ্যাপ্লিকেশান ডেভেলপার?
আমার জন্য একটা সফটওয়্যার বানাতে হবে। সফটওয়্যারটার Android, iPhone ও Java Version লাগবে।
খুব সিম্পল। বড় জোর ৩ টা স্ক্রীন হবে। বাটন ক্লিক করলে নিদ্রিস্ট ওয়েব সাইট থেকে ডাটা নিয়ে শো করবে।
ডেভেলপিং টাইম ১ মাস।
ফোরামের কেউ পারলে আওয়াজ দেন। বাকি আলোচনা গোপন বার্তায় হবে।