টপিকঃ পিসির থিম নিয়ে অনেক ঝামেলায় আছি হেল্প করেন প্লিজ,

Re: পিসির থিম নিয়ে অনেক ঝামেলায় আছি হেল্প করেন প্লিজ,

আপনার পিসিতে যখন কোন থিম ইন্সটল করেন তখন অনেক ফাইলই অভার রাইট হয়। এই কারনে ব্যাক্তিগতভাবে পিসিতে কোন থিম ইউজ করা পছন্দ করি না। উইন্ডোজের বিভিন্ন আইকোন সাধারনত shell32.dll থেকে লোড হয়। থিম যখন ইন্সটল করেছেন তখন এই ফাইলটি থিমের shell32.dll দ্বারা অভার রাইট হয়েছে। যখন আনইন্সটল করেছেন তখন তো অভার রাইট হয়ে যাওয়া জিনিস তো আর ফিরে আসা সম্ভব নয়, আগের shell32.dll ই রয়ে গেছে। এখন আনি যদি জানালা ৭ এর আিকোঙ্গুলো যদি দেখতে চান তবে জানালা ৭ এর shell32.dll আপনাকে আবার ওভার রাইট করে এখানে দিতে হবে। এই ফাইলটি আপনি পাবেন C:\WINDOWS\system32 এই ডাইরেক্টরীতে।

রাজিব আহসান'এর ওয়েবসাইট

লেখাটি GPL v3 এর অধীনে প্রকাশিত

সর্বশেষ সম্পাদনা করেছেন কোরাকোরা (২৮-০২-২০১৩ ১৯:৩০)

Re: পিসির থিম নিয়ে অনেক ঝামেলায় আছি হেল্প করেন প্লিজ,

Re: পিসির থিম নিয়ে অনেক ঝামেলায় আছি হেল্প করেন প্লিজ,

এক্সপি যুগে একবার থিম লাগিয়ে এই বিপদে পড়েছিলাম। এরপর থেকে  shame

Re: পিসির থিম নিয়ে অনেক ঝামেলায় আছি হেল্প করেন প্লিজ,

উইন্ডোজ ইন্সটল ছাড়া গতি দেখছিনা।

সর্বশেষ সম্পাদনা করেছেন সাইফুল_বিডি (০১-০৩-২০১৩ ১৬:৩৬)

Re: পিসির থিম নিয়ে অনেক ঝামেলায় আছি হেল্প করেন প্লিজ,

আপনাকে যা করতে হবে , আপনার OS এর ভার্সন জানতে হবে , তারপর shell32.dll (windows/system32 তে পাবেন) , explorer.exe (windows এ পাবেন) ,logonui.exe (windows/system32 তে পাবেন) এগুলো একটা ফ্রেশ সিস্টেম থেকে কপি করতে হবে (আপনার OS এর ভার্সন থেকে, মানে এক্সপি হলে এক্সপি থেকে)। তারপর একই পাথে এগুলো রিপ্লেস করে , পিসি রিবুট করুন। আর রিপ্লেস না করতে পারলে ওল্ড ফাইল রিনেম করে নতুন ফাইল কপি করুন।

অথবা , উল্লেখিত ফাইল গুলো যোগার করে একটি ফোল্ডারে রাখুন , তারপর এই কোডটি rep.cmd নামে সেভ করুন , তারপর এডমিন হিসাবে রান করুন। তারপর রিবুট করুন।

@echo off
ren "C:\\WINDOWS\\explorer.exe" explorer.exe.bak
XCOPY "explorar.exe" "C:\\WINDOWS\\" /i /r /v /k /f /c /h /y
ren "C:\\WINDOWS\\SYSTEM32\\shell32.dll" shell32.dll.bak
XCOPY "shell32.dll" "C:\\WINDOWS\\SYSTEM32\\" /i /r /v /k /f /c /h /y
ren "C:\\WINDOWS\\SYSTEM32\\logonui.exe" logonui.exe.bak
XCOPY "logonui.exe" "C:\\WINDOWS\\SYSTEM32\\" /i /r /v /k /f /c /h /y
এই ব্যাক্তির সকল লেখা কাল্পনিক , জীবিত অথবা মৃত কারো সাথে মিল পাওয়া গেলে তা সম্পুর্ন কাকতালীয়, যদি লেখা জীবিত অথবা মৃত কারো সাথে মিলে যায় তার দায় এই আইডির মালিক কোনক্রমেই বহন করবেন না। এই ব্যক্তির সকল লেখা পাগলের প্রলাপের ন্যায় এই লেখা কোন প্রকার মতপ্রকাশ অথবা রেফারেন্স হিসাবে ব্যবহার করা যাবে না।

Re: পিসির থিম নিয়ে অনেক ঝামেলায় আছি হেল্প করেন প্লিজ,

রাজিব আহসান'এর ওয়েবসাইট

লেখাটি GPL v3 এর অধীনে প্রকাশিত