টপিকঃ বার্সালোনার কি বেরাম হইলো?
বার্সালোনার সমর্থকেরা চাইলে আমার মাথায় বাড়ি দিতে পারেন, তারপরও চিল্লানী দিয়া বলুম আমি রিয়াল মাদ্রিদের সাপোর্টার। যদিও রিয়ালের সার্পোটার তবুও আমি সুন্দর ফুটবলের দর্শক।
কিন্তু কালকে বার্সালোনার খেলা দেখে রাতজাগাটাকে বৃথা মনে হলো। এক চেটিয়া খেলে গেলো রিয়াল।