টপিকঃ অপ্সরা-০৩১ আর একটি নীলচেতারার গল্প......
কাল সারারাত সপ্নে ছড়িয়েছিলো হাসনাহেনার ঘ্রান
চেতন অচেতনার মৌমিতালে বুঁদ হয়েছিলাম আমি
একই নভোবীক্ষনে দেখেছি দুজন রুপোলী আকাশ
অজস্র বিন্দুফুলের মত ফুটে থাকা তারা ভরা নক্ষত্রের রাত!
তোমার কাঁঠালচাপা গন্ধ চুলে বুলিয়েছি আঙ্গুল
শুনিয়েছি গান মৃদুলয়ে, ঘুমপাড়ানিয়া
আমার কোলে ঘুমিয়ে পড়া শ্রান্ত তোমার কপোলে
ছুঁইয়েছি উষ্ণতার আদর অধর!!!
কবোষ্ণ শীতল হুহু চৈতালী হাওয়ার বুকে আমরা দুজন
আর আমাদের এক টুকরো ছাদ, স্বর্গের উদ্যান
প্রিয়, এমন রাত ভুলোনা, কখনও, কোনোদিন
বৃথা যেতে দিওনা তাকে ।
সুবাস ছড়াক হাস্নাহেনারা আর স্বপ্ন ছাড়াক তার পৃথিবী
আলো হাওয়া জল ও মৃত্তিকার এ ধরিত্রীতে
নেমে আসুক এক সত্যিকারের ফাল্গুনী রাত
উতলা চণ্চল কোমল শান্ত প্রেমময় নিশুতি!
আমাদের থাকবে একটিই প্রিয় নক্ষত্র
রোজ রাতে আমরা দেখবো তাকেই, ডাকবো প্রার্থনায়
আমাদের সে ডাক উপেক্ষা করে তার কি সাধ্যি!
নক্ষত্র ঝড়ে উড়ে আসবে সে একদিন আমাদের ধুলির ধরায়!
ক্রমশ রাত্রী গভীর হলে আদীঘল শূন্যতায় মিশে যাবো
আমরা দুজন, উড়ে যাবো বহুদূর পারিজাতের পাখায় পাখায়
পরদিন সন্ধ্যাকাশে জন্ম নেবে নতুন দুটি নক্ষত্র
খুব সন্তর্পণে, এক কোনে চুপিচুপি!
জগতে কারো কোনো ক্ষতি নেই তাতে, নেই কোনো মাথাব্যাথা
কিছুতেই কিছু যায় বা আসেওনা কারো
শুধু আকাশ পরীক্ষক বিজ্ঞানীরা হঠাৎ আবিষ্কার করবে
আকাশের কোনে নতুন দুটি তারা ।
একটি নীলাভ, অপরটি গোলাপী আভা
তারাদুটির নাম দেবে তারা
অপ্সরা-০৩১ আর নীলচেতারা-০১৯...