Re: বিসিএস সাধারন জ্ঞান
প্রথমে থেঙ্কু একটা ভাল টপিক খুলার জন্য।
এখন সবচেয়ে ভাল হয় এটা প্রশ্নোত্তরের মাধ্যমে চালানো গেলে। এখন আমি পাঁচটা প্রশ্ন দিব। কেউ জানলে উত্তর দিবেন। একবার কেউ উত্তর দিয়ে দিলে আর ওইটার উত্তর দেয়ার দরকার নাই। তবে ভুল হলে ধরিয়ে দেয়া যেতে পারে। আর যিনি উত্তর দিবেন, সঙ্গে দুইটা হলেও প্রশ্ন জুড়ে দেবেন। কোন প্রশ্নের উত্তর কেউ না দিতে পারলে প্রশ্নকারী তার পরবর্তী পোস্টে উত্তর দিয়ে দিবেন।
বিষয় - বাংলাদেশ বিষয়াবলীঃ
১) প্রাচীন গৌড়ের রাজধানীর নাম কি ছিল?
২) গৌড়ের সোনা মসজিদ কে নির্মান করেন?
৩) বাংলার প্রথম স্বাধীন ও সার্বভৌম রাজা কে?
৪) ধর্ম নিরপেক্ষতা ও ধর্মীয় স্বাধীনতার বিষয়টি বাংলাদেশ সংবিধানের কত নং অনুচ্ছেদে বর্নিত?
৫) 'আমার সোনার বাংলা' গানটির কতটি চরণ বাংলাদেশের জাতীয় সংগীত?
Re: বিসিএস সাধারন জ্ঞান
আমার মিস এর মতে, বিসিএস এর জন্য কারেন্ট অ্যাফেয়ার্স পড়া ভাল (ওটা একটা মাসিক ম্যাগাজিন)। অনেক হেল্প হয়।
৪ ২৭-০২-২০১৩ ০১:৪৭ সর্বশেষ সম্পাদনা করেছেন রহস্য মানব (২৭-০২-২০১৩ ১৭:৪১)
Re: বিসিএস সাধারন জ্ঞান
Re: বিসিএস সাধারন জ্ঞান
Re: বিসিএস সাধারন জ্ঞান
তোমার তৃতীয় কিস্তির উত্তরঃ
১। সম্রাট হুমায়ুন বাংলার নাম দেন জান্নাতাবাদ।
২। তিতুমীরের আসল নাম মীর নিসার আলী।
৩। চলন বিল উত্তর বঙ্গের রাজশাহী, নাটোর, সিরাজগঞ্জ, এবং পাবনা জেলা জুড়ে বিস্তৃত।
৪। তুঁত হলো একরকম গাছ, যার পাতা রেশম পোকার প্রধান খাদ্য। রেশম পোকা তুঁতের পাতা খায়।
৫। PRSP এর পূর্ণরুপ হলো Poverty Reduction Strategy Papers।
আমার চতুর্থ কিস্তির প্রশ্নঃ
১। 'দুর্জয় বাংলা' ভাস্কর্যটি কোথায় অবস্থিত?
২। এস্তোনিয়ার মুদ্রার নাম কী?
৩।সংবিধান দিবস পালিত হয় কবে?
৪। মৎস্য চাষ কোন ধরনের শিল্প?
৫।'একাত্তরের সাহিত্য' কার লেখা?
Re: বিসিএস সাধারন জ্ঞান
Re: বিসিএস সাধারন জ্ঞান
Re: বিসিএস সাধারন জ্ঞান
Re: বিসিএস সাধারন জ্ঞান
Re: বিসিএস সাধারন জ্ঞান
Re: বিসিএস সাধারন জ্ঞান
NOT FAIR!! রহস্য মানবী থুক্কু! মানব হি হি হি
১৬ ০২-০৩-২০১৩ ০১:০৪ সর্বশেষ সম্পাদনা করেছেন যাপিত সময় (০২-০৩-২০১৩ ০১:১৯)
Re: বিসিএস সাধারন জ্ঞান
Re: বিসিএস সাধারন জ্ঞান
১৯ ০২-০৩-২০১৩ ০২:৩৭ সর্বশেষ সম্পাদনা করেছেন যাপিত সময় (০২-০৩-২০১৩ ০২:৪১)
Re: বিসিএস সাধারন জ্ঞান
আরে সাধারন জ্ঞানে তো বাংলাও ঢুকাইলাম, এখন বিজ্ঞান ও দিমু, সবটাই চলব, তবে সাধারণ জ্ঞান বেশী চলব
অংকে সমস্যা নাই , পারলে ওইটাও ঢুকাইতাম,
যাকগে এইটার এন্সার দেও, না চললে আর দিমুনা নাহয় পরে...