টপিকঃ উইন্ডোজ ৮ থেকে এক্সপি তে প্রত্যাবর্তন - সাহায্য প্রয়োজন
মোটামুটি হুজুগের বশেই একদিনের মাথায় উইন্ডোজ ৮ ইন্সটল করে ফেললাম। কিন্তু, যে কোন কারনেই হোক, এটাকে আর ভাল লাগছে না। দৈনন্দিন কাজে সমস্যাও হচ্ছে বিস্তর।
কেউ একটু সহজ করে জানাবেন কি, কিভাবে এক্সপি (উইন্ডোজ ৭ এ নয়) তে ফেরত যাব? ধন্যবাদ।