টপিকঃ যাবার আগে শেষ উপহার
[ আমার খুব প্রিয় তরুর একটি গান একটু অন্যরকম ভাবে, আমাদের মাঝে অনেক প্রিয় ফোরামিক ছিলেন যারা আজ আর ফোরামে নেই তাদের জন্য গানটি একটু অন্যরকম ভাবে । গানটি আমার মিষ্টি আপুনি ছবি আপুকে ড্যাডিকেট করলাম ]
কিছু কিছু আইডি থেকে আর আসবেনা কোন টপিক
কিছু কিছু কোমেন্ট পরে আর হাসবে না এই মন ফিক ফিক
কোন কোন ঠিকানায় লিখবোনা আর কোন গোবা
প্রজন্ম ফোরামের এড্রেসে করবে না মন ছুটা ছুটি
কিছু কিছু আইডি থেকে আর আসবেনা কোন টপিক ।
খুঁজবো না আমি, খুঁজবেনা মন, খুঁজবেনা এই চারপাশ
কখনো টপিক, কখনো কোমেন্ট, কখনো গোবার অবকাশ।
জেনেছি আমি, জেনেছে এ মন, জেনেছে এ চারপাশ
যাবেনা ফিরানো তবু ফিরানো, মিলছে আশ্বাস।
অনেক আড্ডায়, অনেক হাঁসিতে, হয়না খোঁজা সেই মুখ
হারানোর বেদনায় পিছু ফেলে সমসাময়িক সুখ।
অনেক একায় অনেক ভীরে তোমাকেই খুঁজে ফিরি
একটু দাঁরাও আসছি আমি, না হয় হচ্ছে একটু দেরি।।
কিছু কিছু আইডি থেকে আর আসবেনা কোন টপিক
কিছু কিছু কোমেণ্ট পরে আর হাসবে না এই মন ফিক ফিক।
কোন কোন ঠিকানায় লিখবোনা আর কোন গোবা
প্রজন্ম ফোরামের এড্রেসে করবে না মন ছুটা ছুটি ।