টপিকঃ joomace.net-এ বাংলাদেশ ব্ল্যাকলিস্টেড! কিন্তু কেন?
অনেক কাঠখড় পুড়িয়ে একটি সাইটকে জুমলা ১.৫ থেকে জুমলা ২.৫-এ মাইগ্রেট করলাম। টেমপ্লেটটিও জুমলা ২.৫ -এর জন্য নন-নেটিভ ছিল, তবুও কোড এডিট করে ২.৫-কেও সেইম টেমপ্লেট খাইয়েছি। কাঠখড় পোড়ানো বলছি এজন্য- মাইগ্রেশন আর আপগ্রেড এক জিনিস নয়। ১.৫ থেকে ১.৬-এ আপগ্রেড করা যায়, তবে ২.৫-এ মাইগ্রেটই করতে হয়। আর এটার জন্য হাতে গোণা ২-১টা অটোমাইগ্রেটর (যেমন- JUpgrade) থাকলেও কাজ করেনি। আমি JUpgrade দিয়ে অনেকবার ট্রাই করেছি, কিন্তু বিধি বাম, অনেকের মতই আমার ক্ষেত্রেও এটা কাজ করেনি।
যাই হোক, মাইগ্রেশনের পর দেখলাম জুমলা ১.৫-এর অনেক কম্পোনেন্ট/প্লাগইন জুমলা ২.৫-এ অনুপস্থিত। এর মধ্যে একটি হলো পোল কম্পোনেন্ট। দুঃখ পেলাম। তবে, ফরচুনেটলী AcePolls নামে একটা এক্সটেনশন আছে ২.৫-এর জন্য। এটা ডাউনলোড করার জন্য যেই http://www.joomace.net/-এ গেলাম অমনি মেসেজ এল:
403: Access Forbidden
Your country (BD) has been blacklisted.
কারো কি এ ব্যাপারটির কারণ ও প্রতিকার জানা আছে? একটা প্রতিকার হতে পারে প্রক্সি ব্যবহার করা। কিন্তু এরা বাংলাদেশকে ব্ল্যাকলিস্টেডই বা কেন করেছে? এরকম আর কোন কোন রিসোর্স সাইটে বাংলাদেশ ব্ল্যাকলিস্টেড আছে কিনা? কারো জানা থাকলে শেয়ার করবেন প্লীজ।