টপিকঃ উইন্ডোজ সার্ভার ২০১২ সম্পর্কে জানতে চাই।

আসলে উইন্ডোজ সার্ভার বিষয়টা ঠিক বুঝিনা। এটা কি শুধু সার্ভারের জন্য অপারেটিং সিস্টেম? লোকাল কম্পিউটারে কি ব্যাবহার করা যাবে?
ড্রিমস্পার্ক প্রোগ্রামে রেজিস্ট্রেশন করে কতগুলা সফটওয়্যার আর সার্ভার টার্ভার পাইছি। কিন্তু আশা করছিলাম উইন্ডোজ আস্টো দিব tongue
আহারে !!
সাধারন উইন্ডোজে যেমন ৭ কিংবা ৮ এ যে সুবিধা আছে এগুলা কি সার্ভারে আছে?
পার্সোনাল ইউজ করতে পারব? অরিজিনাল উইন্ডোজ ইউজানোর বহুত শখ। কিন্তু কি করমু টেকা নাই neutral

Re: উইন্ডোজ সার্ভার ২০১২ সম্পর্কে জানতে চাই।

লোকাল পিসিতে অবশ্যই ব্যবহার করা যাবে। যদি সার্ভার প্রোডাক্ট ব্যবহার করে অভ্যস্ত হতে চান বা এডভান্সড নেটওয়ার্কিং ফিচার ব্যবহার করতে চান তাহলে চালাতে পারেন। তবে যতদূর জানি, ওটায় উইন্ডোজ মিডিয়া সেন্টার নেই, কিছু এন্টিভাইরাস প্রোডাক্ট ইন্সটল করতে সমস্যা হয় এবং বেশ কিছু গেম চলেনা।

Re: উইন্ডোজ সার্ভার ২০১২ সম্পর্কে জানতে চাই।

Re: উইন্ডোজ সার্ভার ২০১২ সম্পর্কে জানতে চাই।

Re: উইন্ডোজ সার্ভার ২০১২ সম্পর্কে জানতে চাই।

Re: উইন্ডোজ সার্ভার ২০১২ সম্পর্কে জানতে চাই।

ওইন্ডজ সাভার ২০১৩ এঠা আবর কি বাহে?

সর্বশেষ সম্পাদনা করেছেন সদস্য_১ (২২-০২-২০১৩ ২৩:০৫)

Re: উইন্ডোজ সার্ভার ২০১২ সম্পর্কে জানতে চাই।

সার্ভারে অনেক বেলস্‌ এবং হুসেলস্‌ আলাদা করে এড করতে হবে। যেমন সাউন্ড এনাবেল করার জন্য desktop experience

অনেক ডিভাইসের কম্পিটেবল ড্রাইভার নাও পেতে পারেন। ধরুন গ্রাফিক্সের ড্রাইভারই পেলেনা !!

ডিফল্ট ইনস্টলেশনে অনেক সার্ভিস ইনস্টল হবে যেটা কায়েন্ট মেশিনে সাধারনত দরকার নেই হয় না যেমন IIS. শুধুশুধু রিসোর্স নষ্ট!

উইন্ডোজ ৭ /৮ এর চেয়ে সাভার ১২ কিছুটা স্লো সমান হার্ডওয়ারে।

অনেক ফ্রী এপ্লিকশনের ডেক্সটপ ভার্সন ফ্রীহলেও সার্ভার ভার্সন পয়সা দিয়ে কিনতে হয়, যেমন AVG, Teamviewer..

অতকিছু করার পরেও অনেক কিছু রস হীন থেকে যাবে। যেমন ডেক্সটপে একটা পিকচার বা ভিডিওর আইকনের ভেতরে রিয়েল টাইম প্রিভিও দেখা যায়। সার্ভারে ওটা পাবেনা। আলাদা থিম ইনস্টল করলে ওগুলোও ঝামেলা করে।

Re: উইন্ডোজ সার্ভার ২০১২ সম্পর্কে জানতে চাই।

Re: উইন্ডোজ সার্ভার ২০১২ সম্পর্কে জানতে চাই।

উইন্ডজ সাভার আবার কি ভাই? ইটা কি সাভারের কুনো সিডি দুকানের উইন্দুস নাকি?

১০

Re: উইন্ডোজ সার্ভার ২০১২ সম্পর্কে জানতে চাই।

১১

Re: উইন্ডোজ সার্ভার ২০১২ সম্পর্কে জানতে চাই।

১২

Re: উইন্ডোজ সার্ভার ২০১২ সম্পর্কে জানতে চাই।

১৩

Re: উইন্ডোজ সার্ভার ২০১২ সম্পর্কে জানতে চাই।

১৪

Re: উইন্ডোজ সার্ভার ২০১২ সম্পর্কে জানতে চাই।

১৫

Re: উইন্ডোজ সার্ভার ২০১২ সম্পর্কে জানতে চাই।