টপিকঃ উইন্ডোজ সার্ভার ২০১২ সম্পর্কে জানতে চাই।
আসলে উইন্ডোজ সার্ভার বিষয়টা ঠিক বুঝিনা। এটা কি শুধু সার্ভারের জন্য অপারেটিং সিস্টেম? লোকাল কম্পিউটারে কি ব্যাবহার করা যাবে?
ড্রিমস্পার্ক প্রোগ্রামে রেজিস্ট্রেশন করে কতগুলা সফটওয়্যার আর সার্ভার টার্ভার পাইছি। কিন্তু আশা করছিলাম উইন্ডোজ আস্টো দিব
আহারে !!
সাধারন উইন্ডোজে যেমন ৭ কিংবা ৮ এ যে সুবিধা আছে এগুলা কি সার্ভারে আছে?
পার্সোনাল ইউজ করতে পারব? অরিজিনাল উইন্ডোজ ইউজানোর বহুত শখ। কিন্তু কি করমু টেকা নাই