টপিকঃ বাংলাদেশ বনাম শ্রীলংকা ক্রিকেট সিরিজ-মার্চ ২০১৩ ফিক্সচার
বিপিএল এর আমেজ কাটতে না কাটতেই আবার শুরু হবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের শ্রীলংকা সফর।
৩ মার্চ থেকে ৩১ মার্চ - স্বাধীনতার মাসে বাংলার টাইগাররা বধ করবে শ্রীলংকান লায়নদের।
২ টেস্ট, ৩ ওয়ানডে আর ১ টি২০ এর এই সফর টাইগারদের উন্নতির জানান দেয়ার এক চ্যালেঞ্জ।
এই জমজমাট ম্যাচগুলো কেউ মিস করার দুঃসাহস করবে না, আশা করি।
ফিক্সচারঃ
আশা করি, বাংলাদেশ এই সিরিজ জিতেই ফিরবে।