Re: বাংলালিঙ্ক কি কোন দিন মানুষ হবে নাহ????
বাংলালিংক নিয়ে দেখছি কারও সুখকর অভিজ্ঞতা নেই
আমি কিন্তু বাংলালিংকের ফ্যান, আমি বাংলালিংক ইউজাইতেছি প্রায় দুই বছর হল। যশোর শহরে + আমাদের গ্রামের বাড়িতে ঝাক্কাস স্পিড পাই
Re: বাংলালিঙ্ক কি কোন দিন মানুষ হবে নাহ????
Re: বাংলালিঙ্ক কি কোন দিন মানুষ হবে নাহ????
কি বলছেন, ভাই? আমি তো বাংলালিঙ্কে এভারেজে ২৬-২৮KBps পাচ্ছি! আরামবাগ এরিয়াতে!
Re: বাংলালিঙ্ক কি কোন দিন মানুষ হবে নাহ????
ভাগ্যটা খুবই ভালো যে জিপি, রবি, বাংলালিংক কিছুই ব্যবহার করতে হচ্ছে না। প্রথমদিকে প্রায় দুটো বছর জিপি আর সিটিসেল চালিয়েছিলাম, কী যে দুঃসহ কষ্টে দিন কেটেছে!
Re: বাংলালিঙ্ক কি কোন দিন মানুষ হবে নাহ????
বাংলা লায়ন আমার বাসায় ঠিকই চলে, কিন্তু দোকানেই