@সাইফুল বিডি ভাই,
সূর্যে দহন ঘটে না। প্রাচীন কালে মানুষের ধারনা ছিল এরকম, কিন্তু পরে হিসেব করে দেখা গেছে সূর্যের যে আয়তন তা কাঠ বা এরকম দাহ্য জিনিষ দিয়ে পুরন করলে মোটামুটি তা ৫০০০ বছর জ্বলত। পৃথিবীর বয়স আরও অনেক বোশী, ৪.৬ বিলিয়ন বছর। তহলে সূর্যে কি ঘটে?
রাসায়নিক বিক্রিয়ায় আমরা ঐ পদার্থের মোট শক্তির মাত্র একটা ভগ্নাংশ(যেমন:০.০০৩%)পাই। আর নিউক্লীয় বিক্রিয়ায় মোটামুটি মোট শক্তির ১% বের হয়। আর যদি আপনি কোনমতে পার্টিকেল এ্যন্টিপার্টিকেল একসাথে করতে পারেন তাহলে পদার্থের ১০০% শক্তিই বের করে আনতে পারবেন।
সূর্যে আসলে নিউক্লীয় পরিবর্তন হচ্ছে প্রতিনিয়ত। সূর্যের একটা বিরাট অংশ জুড়ে রয়েছে হাইড্রোজেন আর হিলিয়াম আর কম মাত্রায় থাকে অক্সিজেন, কার্বন, নিওন ইত্যাদি। প্রতি মিনিটে সূর্যে ৬০০ মিলিয়ন টন হিলিয়াম ৫৯৫ মিনিয়ন টন হাইড্রোজেনে পরিনত হয়। বাকী ৫ মিলিয়ন টন গেল কই? ভরের এই অংশটি শক্তি হিসেবে বের হয়ে আসে।
@জামিল ভাই,
আমাদের শ্বসন আর পরিপাকের কথাই ভাবুন। শ্বসনে আমরা অক্সিজেন গ্রহন করি। এটা কি কাজে লাগাই? গ্রহনকৃত খাদ্যকে পরিপাক করার কাজে। এই অক্সিজেন গৃহীত খাদ্য জারনে ব্যবহার হয়। কিন্তু এর ফলে কি আপনার পাকস্থলিতে আগুন ধরে যায়? না। কারন এটি খুব ধীর প্রক্রিয়া।
I'm bad, and that's good.
I'll never be good, and that's not bad.
There's no one I'd rather be than me.