সরদার লিখেছেন:নিক ব্যান করে সেটার ব্যাখ্যা দেয়ার কী দরকার ছিল? আমার কাছে মনে হয়, ব্যানিং(!) প্রক্রিয়াটা একদম ব্যক্তিগত ব্যাপার (ব্যক্তিগত বলতে বুঝিয়েছি যে, ব্যাখ্যা শুধু ঐ ফোরামিক জানাই যথেষ্ট)।
৮) সদস্য হওয়ার মাধ্যমে আপনি নিশ্চিত করছেন যে ফোরাম থেকে বিভিন্ন ইমেইল, ঘোষনা ইত্যাদি পেতে আপনার আপত্তি নেই। তবে আপনার ইমেইল একাউন্ট আমরা অন্য কোন কর্তৃপক্ষের সাথে শেয়ার করব না।
ব্যাপারটা কেমন হলো?
সম্ভাব্য উত্তর— পুরাই এডমিনোচিত 
এটা প্রকাশ করার মত পরিস্থিতি তৈরী করা হয়েছিল বলেই ... ... ... তাছাড়া আপনারাও এই ধরণের ইমেইল ঠিকানা থেকে মেইল পেলে সেটার প্রেরকের ব্যাপারে কিছুটা স্বচ্ছ থাকবেন। সাধারণত অভিযোগের পরিপ্রেক্ষিতে ব্যবস্থা নেয়া হয়, এছাড়া ব্যবস্থা গ্রহণের আগে সতর্কবার্তা পাঠানো হয়। এখানে সেরকম কিছুই করা হয়নি, কোন অভিযোগ আসার আগেই দেখামাত্র ব্যবস্থা নেয়া হয়েছে -- তাই লিখতে পারলাম না যে অভিযোগের পরিপ্রেক্ষিতে ... ... ... স্বতঃপ্রণোদিত এ্যাকশন এবং তার ব্যাখ্যা স্বচ্ছতার স্বার্থে এবং পরবর্তীতে এই নিয়ে অনুযোগ জানালে তার জবাব হিসেবে দিয়েছিলাম।
ইমেইল একটা পার্সোনাল ডেটা, একটা আইডেন্টিটি: প্রাইভেসীর প্রশ্নে তাই এটা প্রকাশ করা হয় না, নিয়মাবলীতেও উল্লেখ করা হয়েছে। কিন্তু:
১০ মিনিটের আইডি আগেরটা দিয়ে আর মেইল আসবে না -- ওটা প্রকাশ করা না করা সমান কথা। ঠিকানাধারীর কাছেও এই ঠিকানাটি মূল্যহীন একটি আইডেন্টিটি।
আর অন্যটার ৯৪ এবং ৯৫ যখন দেখলাম, তখন একজন ব্যক্তির একই কাজে এ্যাতগুলো (মানে আরো সংখ্যাযুক্ত) আইডেন্টিটি -- বিষয়টাই তো মূল বিষয়ের সাথে সাংঘর্ষিক। এছাড়া একটা নিক ব্যান করার পর সেটাকে কতটুকু সম্মান প্রদর্শন করলে পরের নিক খুলে আবার নোংরামি করতে আসে। আসলেই এদের প্রাইভেসীকে সম্মান প্রদর্শন করার কোন প্রয়োজন আছে কি?
আমার ইমেইল এবং টেলিফোন নং গোপনীয় নয়, আমার নাম দিয়ে খুঁজলেই পাওয়া যায় -- কিন্তু অনেকেরই আছেন যাঁদের ইমেইল প্রকাশ হলে অনাকাঙ্খিত মেইল আসে -- যা প্রাইভেসীর লংঘন। একজনের যদি এ্যাতগুলো মেইল আইডি থাকে শুধুমাত্র দূর্গন্ধ ছড়ানোর জন্য সেটা বন্ধ করা শুধু ফোরামের জন্য নয়, সমাজের স্বার্থেই প্রয়োজন। প্রাইভেসীর ত্যানা পেচিয়ে এটাকে রক্ষা করলে পরবর্তীতে গন্ধ ছড়াতেই থাকবে। যার যার প্রাইভেসীর মর্যাদা নিজেকেই রক্ষা করতে হবে।
আপনাদের হয়তো মনে আছে ইতিপূর্বে এরকম ঘটনা ঘটেছিলো যখন কোন একটা নম্বর থেকে কোন একজন মহিলা ফোরামিক/ব্লগারকে ফোন করে ডিস্টার্ব করতো। তখন সভ্য সমাজের নিয়মের সুবিধা থেকে সেই অসভ্যকে বঞ্চিত করাটাই ঠিক -- এজন্য সেই ফোনকারীর ফোন নং প্রকাশ করে দেয়া হয়েছিলো। ফলাফলও শুভ।
মনে করানো প্রয়োজন হয় যে, এইপক্ষের ভদ্রতা কোনো দূর্বলতা নয়। খেয়াল করে দেখুন, তার আগের নিকগুলো বাতিল করার পর কিন্তু ঠিকানা প্রকাশ করা হয়নি।