ভেবিছিলাম সিঙ্গেল টপিক খুলবো , পরে ভাবলাম " নোটিশবোর্ড" বোধহয় শুধুমাত্র এডু , মডুদের জন্য
।
যাই হোক আমার বক্তব্য হচ্ছে ইদানিং দেখা যাচ্ছে একই বেক্তি ছন্দ নাম দিয়ে নিক খুলে যেভাবে পোস্ট দিচ্ছে , কমেন্ট করছে এতে কিন্তু ব্যক্তি , জাতি আক্রমন ই হচ্ছে বৈকি । এক্ষেত্রে আমার মতামত ফোরামের রেজিস্টার নিয়ম বদলানো উচিত -
১/ নতুন নিক খুললেই সাথে সাথে পোস্ট করা , কমেন্ট করা থেকে বিরত রাখা উচিত । এক্ষেত্রে ১ মাস অথবা ২ সপ্তাহ পর্যবেক্ষণে রাখা উচিত ।
কারন - এখন দেখা যাচ্ছে একজন ২ সেকেন্ডেই নিক খুলে সাথে সাথে কমেন্ট বা পোস্ট করার ক্ষমতা রাখে , সেক্ষেত্রে আক্রমন করাটা একেবারেই সহজ ।
২/ নতুন নিকের পোস্ট গুলো আগে মডারেশন প্যানেল এ যাবে তাঁরা পোস্ট পড়ে তারপর সাবমিট করবে ফোরামে ।
কারন - এতে করে মডারেশন রিভিউ দিতে পারবেন যে এই নিকটি আসলে কি করতে যাচ্ছে । হতে পারে অনেকেই নিক প্রথম অবস্তায় ভাল লেখা সাবমিট করলো কিন্তু তাতে ও ঐ সাথে সাথে নিষিদ্ধ হওয়া থেকে তো পরিত্রাণ হবে ।
আপাতত এই দুটোই কারন মূল বলে মনে হচ্ছে । আরো কতগুলো ছোট ছোট দিক নির্দেশ অনেকের ই থাকতে পারে । আর মডারেটরগন যদি মনে করেন এইটা একটা আলাদা টপিক করার প্রয়োজন তাহলে সরিয়ে আলাদা টপিকে আমরা আলোচনা করতে পারি ।
ধন্যবাদ ।
নিবন্ধিতঃ১১/০৩/২০০৯ ,নিয়মিতঃ১০/০৩/২০১১, প্রজন্মনুরাগীঃ১৯/০৫/২০১১ ,প্রজন্মাসক্তঃ২৬/০৯/২০১১,
পাঁড়ফোরামিকঃ২২/০৩/২০১২, প্রজন্ম গুরুঃ০৯/০৪/২০১২ ,পাঁড়-প্রাজন্মিকঃ২৭/০৮/২০১২,প্রজন্মাচার্যঃ০৪/০৩/২০১৪।
প্রেম দাও ,নাইলে বিষ দাও