Re: ব্যক্তি, জাতি, গোষ্টিকে আক্রমন বিষয়ক সতর্কীকরণ
ভারতবর্ষের মুসলমানদের জন্য স্বাধীন আবাস ভূমির প্রয়োজন ছিল জন্যই ১৯৪০ সালে । ঐতিহাসিক লাহোর প্রস্তাব উত্থাপন করেন শেরে বাংলা এ কে ফজলুল হক। বিপুল হর্ষধ্বনি ও করতালির মাধ্যমে তা গৃহীত হয়। সেই ধারাবাহিকতায়ই আজকের বাংলাদেশ।
তার মানে আপনি বলতে চাচ্ছেন ১৯৭১ সালে যে যুদ্ধ হয় তা মুসলমানদের স্বাধীন আবাস ভূমির জন্য?