টপিকঃ মচমচে মজাদার মিষ্টি পিঠা......
উপকরণ :
১। আটা/ময়দা
২। তেল
৩। চিনি
৪। পরিমাণ মতো লবন
প্রণালী :
ছোট ছোট রুটি বেলে চার কোণা ভাজ করে নিতে হবে তারপর রুটিটি উল্টিয়ে
কোণা গুলো পানির প্রলেপের সাহায্যে মাঝখানে এনে জোড়া দিতে হবে তাহলেই সুন্দর ফুলের মত হয়ে যাবে ।
বাদামী করে ভেজে নিতে হবে
চিনির সিড়ায় ফেলে কয়েকমিনিট রেখে গরম গরম পরিবেশন করুন মচমচে মিষ্টি পিঠা
১। প্রথমেই এভাবেই বানাতে হবে
২। তেলে ভাজতে হবে
৩। চিনির সিড়ায় ফেলতে হবে......
৪। হয়ে গেল মজাদার মিষ্টি পিঠা
৫। গরম গরম পরিবেশন করুন মিষ্টি পিঠা........
এই মেঘ এই রোদ্দুর