ভোট দেয়া বা সিলেকশনে সাহায্য করাটা খুবই কঠিন আমার জন্য -- কারণ সবগুলো ক্যাটাগরির সবগুলো টপিক পড়া নাই। ঠিকভাবে ভোট দিতে চাইলে একচোখা হলে চলবে না, ঐ ক্যাটাগরির সবগুলো পড়ে তুলনা করে তবেই ভোট দেয়া উচিত বলে মনে করি।
যেমন রম্যতে এবং ভ্রমন কাহিনীতে তা-ছে-কাউয়ার গুলো শুধু পড়েছিলাম, বাকীগুলো পড়া হয় নাই, তাই ভোট দিতে পারলাম না -- ভোট দিতে হলে সবগুলোই পড়তে হবে --- ঠান্ডা মাথায় অত সময়?
শুধুমাত্র বিজ্ঞানের টপিক সবগুলোই পড়া আছে -- ওটাতে একটা ভোট দিয়েছি (শামীমের টপিকে না কিন্তু!); আরেকটা বাকী আছে - আগের যেটাকে ভোটাইছি সেটাকেই আবার ভোট দিতে ইচ্ছা করছে -- কারণ ঐ টপিকটাই অন্য একটা ইন্টারেস্টিং বিষয়ের ব্যাপারে ভালভাবে বুঝতে সাহায্য করেছে।