টপিকঃ প্রজন্ম ফোরামের সেরা নির্বাচন ২০১২ - সংক্ষিপ্ত তালিকা - চূড়ান্ত মনোনয়ন
প্রথমেই দেরীর জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। আমার হঠাৎ অসুস্থতার কারণে চূড়ান্ত মনোনয়নের তালিকা প্রকাশে একটু বিলম্ব ঘটে গেলো। সে যাক গে। তাড়াহুড়া করে এবং অসুস্থতা নিয়ে আমি সর্বোচ্চ চেষ্টা করেছি। তবুও অনাকাঙ্খিত ভুল-ত্রুটি নিজগুণে মেনে নেবেন।
মোট দশটি বিভাগে চূড়ান্ত মনোনয়ন দেয়া হচ্ছে। সেগুলি হলো:
১. সেরা মৌলিক রম্য,
মোটর সাইকেল ডায়রি (তার-ছেড়া-কাউয়া)
মায়ান ক্যালেন্ডারের শেষ দিন আজঃ এটা নিয়ে প্রাজন্মিকদের গোপন ভাবনা (ডেডলক)
স্যার এবং আমি! (পলাশ মাহমুদ)
উদাসীন ভাইয়ের বিয়ে (রম্য) (অমিত০০৭)
কেডা কয় আমি রোমান্টিক না?
(তার-ছেড়া-কাউয়া)বেড-টি সংক্রান্ত (নাদিয়া জামান)
২. সেরা ভ্রমণ কাহিনি,
পৃথিবীর দীর্ঘতম সমুদ্রসৈকত ভ্রমণ, শেষ পর্ব (তার-ছেড়া-কাউয়া)
সেন্টমার্টিন যাত্রা - পর্ব ১ (ফারহান খান)
হাইকিং টু অড্রোণড্যক্স ১ (আহমাদ মুজতবা)
বাউন্ডেলেদের স্বর্গযাত্রা -২(মেহেদী৮৩)
আমার আসাম যাত্রা - সমাপ্ত (তা-ছে-কা)
৩. সেরা বিবিধ,
সেইসব দিনগুলি ...(রাসেল আহমেদ)
নিজেই নিজের সমালোচনা করি..........(ছবি-Chhobi)
শক্ত মনের মানুষ (Jemsbond)
ঈশ্বর ও ধর্ম' এবং আপনার বিশ্বাস (Invarbrass & @mON)
ডায়েরি-৮ঃ "পার" (faysal_2020)
৪. সেরা বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক লেখা,
(সচিত্র) যুগে যুগে কসমোলজী (ইনভারব্রাস)
ইউজারস্ক্রীপ্ট তৈরি ও শেয়ার করা : পর্ব-১ (স্ক্রীপ্ট তৈরি করা) (জেলাল)
ধারাবাহিক বাংলা ভিডিও টিউটোরিয়াল (এইচটিএমএল>>রিসপনসিভ>>ওয়ার্ডপ্রেস)(রাসেল আহমেদ
ব্রেইন কেমিস্ট্রি(ইনভারব্রাস)
৫. সেরা কবিতা,
আজ রাতে...(অজর খেচর)
আবার ছাড়পত্র পেলে(উদাসীন)
সে আসে যদি……(কোথাও কেউ নেই)
বেদনা বিলাস(আপন আঁধার)
অপরাজয়(যাপিত সময়)
অনিকেত!(উদাসীন)
আজও পাইনি ভালবাসা(সওগাত তাসমিয়া)
৬. সেরা ছড়া,
(ছড়া৪৬) পাত্রী সমাচার)(নাদিয়া জামান)
চেনা ছড়া - ৫(মনিরুল_হাসান)
কেও জানেনা কোথায় ওদের শেষ ছিলোখন্দকার আলমগীর হোসেন
ব্যাকরণ ভাবনা!(আল মাহমুদ)
(ছড়া ৪৭) রামুর বাঁদরামি(নাদিয়া জামান)
৭. সেরা গল্প-উপন্যাস,
পথে হলো দেখা(উদাসীন)
গোলকের ব্যাস আট ইঞ্চি(তার-ছেড়া-কাউয়া)
ছাদ থেকে এখন শুধু আকাশ দেখা যায়(নাদিয়া জামান)
অচেনা অবলম্বন(যাপিত সময়)
হারানো(অন্তহীন)
৮. সেরা রোমাঞ্চ ও রহস্য,
যেলড্রিয়ান প্রহেলিকা(উদাসীন)
একটি রোমান্টিক গল্পের জন্যে(তার-ছেড়া-কাউয়া)
অমিমাংসিত কাহিনী-০৪(পলাশ মাহমুদ)
ব্যাখ্যাতীত তথ্য নিয়ে (প্যারানরমাল সিরিজ - এক্টোপ্লাজম)(আহমাদ মুজতবা)
টোটেম(যাপিত সময়)
হুমায়ূন আহমেদের সাথে আমার কথোপকথন(ফারহান খান)
৯. সেরা আলোকচিত্র, এবং
শরত্ ২০১২(pagolmon)
সূর্যাস্ত,সন্ধ্যা এবং রাত....(আমি হিমু)
আমার তোলা কিছু ছবি(সেভারাস)
বর্ষার নদী-গ্রাম এবং আবার নকিয়া ই৭২(cslraju)
মেঘ, নদী, সূর্য নিয়ে এলোমেলো কিছু ছবি(দক্ষিণের-মাহবুব)
ক্যামেরায় হাতেখড়ি ...(নাকিব)
১০.সেরা অংকন ও গ্রাফিক।
মেঘলা দিনে(অংকিতা)
গ্রামের মেয়ে........(ছবি-Chhobi)
আরো কিছু আজাইরা গ্রাফিক্স ডিজাইন-৩ (অ্যাবস্ট্রাক্ট)(শিমুল১৩)
প্রজন্ম ওয়ালপেপার(শিমুল১৩)
তাছাড়াও আরো দু'টি বিভাগে মনোনয়ন দেয়া হচ্ছে:
১. সেরা প্রাজন্মিক ২০১২, এবং
Invarbrass
ছবি-Chhobi
ইলিয়াস
উদাসীন
২. সেরা নতুন প্রাজন্মিক ২০১২।
Arun
অমিত০০৭
টমাটিনো
-------------------------------------------------------------------------------------------------------------
চূড়ান্ত মনোনয়নের লিঙ্ক:
১. সেরা মৌলিক রম্য
বিকল্প লিংক যাদের গুগল ডকস্ কাজ করছে না
২. সেরা ভ্রমণ কাহিনি
বিকল্প লিংক যাদের গুগল ডকস্ কাজ করছে না
৩. সেরা বিবিধ লেখা
বিকল্প লিংক যাদের গুগল ডকস্ কাজ করছে না
৪. সেরা বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক লেখা
বিকল্প লিংক যাদের গুগল ডকস্ সরাসরি কাজ করছে না
৫. সেরা কবিতা
বিকল্প লিংক যাদের গুগল ডকস্ সরাসরি কাজ করছে না
৬. সেরা ছড়া
বিকল্প লিংক যাদের গুগল ডকস্ সরাসরি কাজ করছে না
৭. সেরা গল্প-উপন্যাস
বিকল্প লিংক যাদের গুগল ডকস্ সরাসরি কাজ করছে না
৮. সেরা রোমাঞ্চ ও রহস্য
বিকল্প লিংক যাদের গুগল ডকস্ সরাসরি কাজ করছে না
৯. সেরা আলোকচিত্র
বিকল্প লিংক যাদের গুগল ডকস্ সরাসরি কাজ করছে না
১০. সেরা অংকন ও গ্রাফিক
বিকল্প লিংক যাদের গুগল ডকস্ সরাসরি কাজ করছে না
এবং
১১. সেরা প্রাজন্মিক ২০১২
বিকল্প লিংক যাদের গুগল ডকস্ সরাসরি কাজ করছে না
১২. সেরা নতুন প্রাজন্মিক ২০১২
বিকল্প লিংক যাদের গুগল ডকস্ সরাসরি কাজ করছে না
বিকল্প লিংকের জন্য কৃতজ্ঞতা জেলাল ভাই -এর প্রতি!
--------------------------------------------------------------------------------------------------------------
ভোট গ্রহণ চলবে আজ থেকে দশদিন। একটি বিভাগে সর্বোচ্চ দু'টি ভোট দিতে পারবেন। অতএব, আর দেরী নয়; আসুন ঝাঁপিয়ে পড়ি।
সবাই ভালো থাকুন। আপনাদের স্বতস্ফূর্ত অংশগ্রহণই এই আয়োজনকে সাফল্যমন্ডিত করে তুলবে। আসুন আমাদের পছন্দের লেখা কিংবা সেরা প্রাজন্মিককে খুঁজে বের করি।
তৃষ্ণা হয়ে থাক কান্না-গভীর ঘুমে মাখা।