টপিকঃ বাংলালায়ন AS1100 মডেম এ সেটআপ সমস্যা

বাংলালায়ন AS1100 মডেম এ কানেকশন ম্যানেজার সফ্টওয়্যার কোথাও খুজে পেলাম না।
আর তাই অনেক চেষ্টা করলাম ম্যানুয়ালি সেটআপ করার। ব্যর্থ হলাম। মডেম এ শুধু ড্রাইভার আছে, অন্য মডেলের মত কানেকশন ম্যানেজার সফ্টওয়্যার নাই।

লেখাটি CC by 3.0 এর অধীনে প্রকাশিত

Re: বাংলালায়ন AS1100 মডেম এ সেটআপ সমস্যা

কেন মডেম লাগানোর সাথে সাথেই তো সফটওয়্যারটা এসে পড়ে তারপর ইনস্টল করে নিলেই তো হয়ে যায়

তবে প্রথমে আমি পারছিলাম না । তাদের দেয়া নাম্বারে ফোন করলে তারা জানায় যে আপনার পিসিতে থাকা ভাইরাস সফটওয়্যারটা আনইনস্টল করে পরে মডেম ঢুকান । তারপরই কাজ হয়ে যায় ...... এটুকুই জানি

Re: বাংলালায়ন AS1100 মডেম এ সেটআপ সমস্যা

লেখাটি CC by 3.0 এর অধীনে প্রকাশিত

Re: বাংলালায়ন AS1100 মডেম এ সেটআপ সমস্যা

ভাই আপনার মডেম খানার এটা ফটু দেন দেখি সহায্য করতে পারি কিনা ।