টপিকঃ Team Viewer দিয়ে নাকি ফাইল আদান প্রদান করা যায়????

Team Viewer দিয়ে নাকি ফাইল আদান প্রদান করা যায় একদম নিজের পিসির মত????? কেউ জানলে সাহায্য করুন।

Re: Team Viewer দিয়ে নাকি ফাইল আদান প্রদান করা যায়????

ফাইল আদান প্রদান করা যায় তবে নেটের অবস্থা অবস্যই ভালো হতে হবে

সর্বশেষ সম্পাদনা করেছেন মামুন.pb (০৫-০২-২০১৩ ১৫:৩০)

Re: Team Viewer দিয়ে নাকি ফাইল আদান প্রদান করা যায়????

ওয়াসকর্ম ও ওয়াসকৃত মস্তিস্ক্য প্রতিটা দলের মাঝেই দেখা যায়।রাজনৈতিক দলীয় ফ্যন/মুরীদ মাত্রই ক্ষীনদৃষ্ট সম্পন্ন।দেশী,বিদেশী,খ্যাতমান বা অখ্যত যেমনই হোক,কপিক্যাটকে বর্জন করে নকলের অরিজিনালটা গ্রহন করে তাদের মেধা ও সাহস অনুপ্রনিত করি।

Re: Team Viewer দিয়ে নাকি ফাইল আদান প্রদান করা যায়????

হুম যায়।

Re: Team Viewer দিয়ে নাকি ফাইল আদান প্রদান করা যায়????

যায়........ আমিও কয়দিন জেমস বন্ড এর সাথে টিম ভিউয়ারে কাজ করছি
ভালাই মজা লাগে এখানে বইসা ভন্ডর বাড়ি যেতে পারছি হি িহ হিহিহি

Re: Team Viewer দিয়ে নাকি ফাইল আদান প্রদান করা যায়????

যায় , সাইডবারে দেখেন অপ্সন আছে।

এই ব্যাক্তির সকল লেখা কাল্পনিক , জীবিত অথবা মৃত কারো সাথে মিল পাওয়া গেলে তা সম্পুর্ন কাকতালীয়, যদি লেখা জীবিত অথবা মৃত কারো সাথে মিলে যায় তার দায় এই আইডির মালিক কোনক্রমেই বহন করবেন না। এই ব্যক্তির সকল লেখা পাগলের প্রলাপের ন্যায় এই লেখা কোন প্রকার মতপ্রকাশ অথবা রেফারেন্স হিসাবে ব্যবহার করা যাবে না।

Re: Team Viewer দিয়ে নাকি ফাইল আদান প্রদান করা যায়????

সালাম বস
আমি প্রজন্মের রহস্য মানব
আমি তিন মিনিটে কিছুই করিনি !
আসুন আপনার সমস্যা সমাধানে যায়
টিম ভিঊয়ার একটি ভার্চুয়াল সফটওয়্যার যা দিয়ে এক পিসি থেকে আর এক পিসিতে তথ্য আদান প্রদান করা যায় ।এজন্য সবার প্রথমে আপনার সংগ্রহে টিম ভিঊয়ার  সফটওয়্যারটি লাগবে তারপর ঝট পট ইনস্টল করে নিন এবার ইনেস্টেলশনের সময় একটা গোপন পিন কোড পাবেন যা আপনার একাউন্ট পাসওয়ার্ডের মত কাজ করবে।
এবার লাগবে ইন্টারনেট কানেকশন এবার যার স্থে তথ্য আদান প্রদান করতে চান তার কোডটি আপনি দেন আর আপনার কোডটি সে ইন্টার করলেই কেনেকশন হয়ে যাবে ।
তারপর গুটিয়ে নয় এবার চুটিয়ে তথ্য আদান প্রদান করুন দেশ বিদেশের যে কোন স্থান থেকে যে কোন সময়ে।শর্ত কিন্তু একটাই ইন্টারনেট কানেকশন থাকতে হবে।

মানুষ মাত্রই মরন শীল , কিন্ত নশ্বর নয় ।।