Re: আসেন আড্ডা দেই ( পুরাই অফটপিক/আজাইরা প্যাঁচাল) পার্ট-৩
ওয়াও দারুন সুন্দর ছবি হইছে আসিফ
নায়ক লাগতাছে দেহি
এই মেঘ এই রোদ্দুর
আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন
প্রজন্ম ফোরাম » বিবিধ » আসেন আড্ডা দেই ( পুরাই অফটপিক/আজাইরা প্যাঁচাল) পার্ট-৩
ওয়াও দারুন সুন্দর ছবি হইছে আসিফ
নায়ক লাগতাছে দেহি
কক্সবাজারে বিচে বসে ফোরামিং করছি
গতকালের একখানা ফটুক (২০টাকা বৃথা যায় নাই
)
সেইরাম হইছে।
ভোট দেয়ার টপিকটা সরিয়ে কোথায় নেয়া হয়েছে কেউ বলতে পারেন?
মোশন ট্র্যাকিং নিয়া পড়লাম
![]()
দেখি কি শিখতে পারি
![]()
জেলাল ভাই কিছউ টিপস দেন
![]()
![]()
মোশন ট্র্যাকিং? নাকি, ক্যামেরা ট্র্যাকিং? যাই হোক, এটা তেমন একটা দেখা হয়নি। তবে শিখতে হলে সিম্পল ব্যাকগ্রাউন্ডের ভিডিও নিয়ে শুরু করতে হবে। আর ভিডিওতে ভালো কনট্রাস্টের ও ছোটখাটো অবজেক্ট/পয়েন্ট/স্পট বেশি থাকলে এটা ভালো কাজ করবে।
বাই দ্যা ওয়ে, এ আলোচনাগুলো থ্রিডি নিয়ে করা টপিকটাতে করলে ভালো হয়।
ভোট দেয়ার টপিকটা সরিয়ে কোথায় নেয়া হয়েছে কেউ বলতে পারেন?
ভোট দেয়ার সময় শেষ। তাই মনে হয় ব্যালট বক্স সরিয়ে নেয়া হয়েছে। কেন, আপনি কি জাল ভোট দিতে চাচ্ছিলেন নাকি?
কারো কি এড ব্লক প্লাস ঝামেলা করছে? আমারটা হঠাত করেই কাল থেকে বেশিরভাগ এডই আটকাতে পারছেনা।
কারো কি এড ব্লক প্লাস ঝামেলা করছে? আমারটা হঠাত করেই কাল থেকে বেশিরভাগ এডই আটকাতে পারছেনা।
লিস্ট আপডেট করে নেন।
কক্সবাজারে বিচে বসে ফোরামিং করছি
গতকালের একখানা ফটুক (২০টাকা বৃথা যায় নাই
)
সেইরাম ফটুক! শরীর-স্বাস্থ্য আরেকটু ভালো হইলে দিব্যি অনন্ত জলিলের মুভির হিরোর রোলটা পাইয়া যাইতেন, তবে বাইক ছাড়া কেমন জানি খালি খালি লাগতেসে ফটুকটা
ভোট দেয়ার টপিকটা সরিয়ে কোথায় নেয়া হয়েছে কেউ বলতে পারেন?
হাসের পেটে
কারো কি এড ব্লক প্লাস ঝামেলা করছে? আমারটা হঠাত করেই কাল থেকে বেশিরভাগ এডই আটকাতে পারছেনা।
সমস্যা তাহলে আমার একার না দেখছি।আমার ও সেইম সমস্যা করছে।ম্যানুয়ালী কাজ করাতে হচ্ছে।
লিস্ট আপডেট করে নেন।
কাজ হয় না।আমার মনে হয় আবার রিইন্সটল করা লাগবে।
কারো কি এড ব্লক প্লাস ঝামেলা করছে?
এড ব্লক করা ঠিক না বলে আমি মনে করি , এড দেখলে হয়ত আপনার ২-৪ মেগাবাইট খরচ হয় , কিন্তু সাইট ডেভলপারের কিছুটা লাভ হয়। তার কাজের বিনিময় হিসাবে ওই সামান্য মেগাবাইট দিতে কারো খারাপ লাগা উচিত না।
কিছু কিছু সাইট আছে যেগুলোতে এড ব্লক ফরজ
এক ছোট ভাই পেপারোনিটিতে সাইট খুলেছে। খুবি উৎসাহী হয়ে আমাকে মেইল দিছে দেখার জন্য।
মন্তব্যের এক জায়গায় মেইল এড্রেস চাইল দিলাম পরের দিন দেখি আমারে মেইল দিসে ওই সাইট থাইকা "আমি বর্ষা আমি খুবি গরম"
ব্যাটারা মনে হয় গুগল ট্রান্সলেটর দিয়া কাজ চালাইতেছে
জাপানী ভাষায় ডোরিমনের জন্ম কিভাবে হলো তা নিয়ে কার্টুন দেখলাম (ইংরেজী সাব সহ)। দেখে মজাই লাগলো।
৩০ মিনিটের মুভির নামঃ The Birth of Doraemon
একটা স্মেরাট ফুন কিনতাম চাই
এই জিনিস কোথায় পাওয়া যেতে পারে।
মুজতবা ভাই পাঠাবেন নাকি আমারে একটা, দেশে যাকে বলেন পে করে দিব সমস্যা নাই
শুভ সকাল
আজ সকালেই দেখি মতিঝিলে মিছিল চলছে জামাত শিবিরের
কি করতে যে যশোর কম্পিউটার মেলায় ভলেন্টিয়ারে নাম লেখাইলাম... আমার দায়িত্ব বর্তাইছে মেলার সভাপতি মোস্তফা জব্বার কাগুর সাময়িক দেখভাল করা
কি করতে যে যশোর কম্পিউটার মেলায় ভলেন্টিয়ারে নাম লেখাইলাম... আমার দায়িত্ব বর্তাইছে মেলার সভাপতি মোস্তফা জব্বার কাগুর সাময়িক দেখভাল করা
![]()
কেমন আছ অমিত । অনেকদিন পর ফোরামে কি ব্যাপার বলতো......... কোথায় থাক
ওয়াও দারুন সুন্দর ছবি হইছে আসিফ
নায়ক লাগতাছে দেহি
সেইরাম হইছে।
সেইরাম ফটুক! শরীর-স্বাস্থ্য আরেকটু ভালো হইলে দিব্যি অনন্ত জলিলের মুভির হিরোর রোলটা পাইয়া যাইতেন, তবে বাইক ছাড়া কেমন জানি খালি খালি লাগতেসে ফটুকটা
অ্যা, এর থেকে একটা থাপ্পর দিতেন
চলমান এসএসসি পরীক্ষার্থীদের কথা চিন্তা করে আওয়ামিলীগ সরকার হরতাল কিংবা এই ধরনের কোনো কর্মসুচী না দেওয়ার জন্য অন্যান্য দলগুলোর কাছে অনুরোধ করেছে ।
কিন্তু......
১৯৯৬ সালে তৎকালীন বিরোধী দল আওয়ামিলীগের শুধু মাত্র তত্বাবধায়ক সরকারের দাবিতে হরতাল এবং অন্যান্য কর্মসুচীর জন্য এসএসসি পরীক্ষা ২ মাস পেছাতে হয়েছিলো। আজকে সেই আওয়ামিলীগ ই আবার এই ধরনের কর্মসুচী না দেওয়ার জন্য বলতেছে।
মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা আগের বার ক্ষমতায় এসে বলছিলেন যে , আমরা বিরোধী দলে গেলে কখনো হরতাল করবো না
কিন্তু......
পরবর্তীতে হরতাল দিছে কিনা তা আমরা সবাই জানি ।
প্রজন্ম ফোরাম » বিবিধ » আসেন আড্ডা দেই ( পুরাই অফটপিক/আজাইরা প্যাঁচাল) পার্ট-৩
০.৬৫৬৯০০৮৮২৭২০৯৫ সেকেন্ডে তৈরী হয়েছে, ১০.৯৫০০৩৫৯৩৫৮৬৩ টি কোয়েরী চলেছে