Re: আসেন আড্ডা দেই ( পুরাই অফটপিক/আজাইরা প্যাঁচাল) পার্ট-৩
২ দিন আগে ২ হ্যাকার মিলে সি প্যানেল হ্যাকের একটা নতুন সিস্টেম বানালাম , এখন সেটার জন্য একটা স্ক্রিপ্ট লেখার চিন্তা করতাছি
আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন
প্রজন্ম ফোরাম » বিবিধ » আসেন আড্ডা দেই ( পুরাই অফটপিক/আজাইরা প্যাঁচাল) পার্ট-৩
২ দিন আগে ২ হ্যাকার মিলে সি প্যানেল হ্যাকের একটা নতুন সিস্টেম বানালাম , এখন সেটার জন্য একটা স্ক্রিপ্ট লেখার চিন্তা করতাছি
কয়েক মিনিটের জন্য ৩জি কানেকশনের স্বাদ পেলাম।
এটা খেয়াল করেছেন??
এটাতো নতুন খবর না!
মিরপুর গিয়েছিলাম ঘুরতে, পুরা 3 ঘন্টা কাবার হয়ে গেছে গাড়িতেই!
সম্ভবত মিরপুর শিফট হচ্ছি, বাসাও দেখে আসলাম।
মিরপুরে আসছেন? বাহ! আমাদের এলাকায়! অগ্রিম স্বাগতম...আমি আছি মিরপুর-১০ নাম্বারে
ডেক্সটপঃ
$ uptime
22:13 up 5 days, 7:17, 2 users, load averages: 0.45 0.26 0.19
যার অর্থ ৫ দিন ধরে লোডশেডিং হয়নাই
প্রাইস ড্রপ হওয়ারও চান্স আছে। 16GB $299 এ আসতে পারে
আমি আবার কইজানি শুনলাম nexus 5 আসবে নাকি
আমি আবার কইজানি শুনলাম nexus 5 আসবে নাকি
নেক্সট সেপ্টেম্বরে আসতে পারে। আবার এই মে তেও আসতে পারে। বুঝা যাচ্ছে না। তবে নেক্সাস সেভেন II নিশ্চিত।
মিরপুরে আসছেন? বাহ! আমাদের এলাকায়! অগ্রিম স্বাগতম...আমি আছি মিরপুর-১০ নাম্বারে
আমিও মিরপুর-১০ এ থাকি। ঠিকানা দেন একদিন হানা দিব
ঢাকার অনেক এলাকায় যে নিচতলায় বাংলালায়নের (AKA বিলাই) সিগন্যাল থাকেনা তা আজ জানলাম, বিশাল কাহিনী......নতুন মেসে এসেই প্রথমে ল্যাপিতে মডেম লাগালাম (কোথাও গেলে আমার প্রথম কাজ হয় ল্যাপিতে বসা), শুরুতেই CINR 4-5 দেখেই মেজাজ বিলা ঘরের নানা কোনায় মডেম সরিয়েও লাভ হলোনা, ডিব্বা থেরাপিও ফেল (এলুমিনিয়ামের ডেকচি, স্পিডের ক্যান সবই দেখসি)! এরপর বাজার থেকে ইউএসবি এক্সটেনশন কিনলাম ৫ মিটারের (শুক্রবারেও MCS খোলা থাকে), এরপর ব্রডব্যান্ডের ক্যাবল টানার মত করে মডেমটাকে তুলে দিলাম ছাদে, এরপর সিগন্যাল হাজির, আমরা ঘরে আর মডেম ছাদের উপ্রে
@মুক্ত অভি, কদিন ধরে বাংলাবিলাই যে কাহিনী শুরু করেছে আর Server not found দেখে আমি সরকারকে যত গালি দিছি, ওগুলা মুখ দিয়ে বের করলে আমাকে কয়েকশো বছরের জন্য জেলে রেখে দিবে।
@মুক্ত অভি, কদিন ধরে বাংলাবিলাই যে কাহিনী শুরু করেছে আর Server not found দেখে আমি সরকারকে যত গালি দিছি, ওগুলা মুখ দিয়ে বের করলে আমাকে কয়েকশো বছরের জন্য জেলে রেখে দিবে।
![]()
ঢাকায় আসার পর থেকেই বিলাইয়ের অত্যাচারের শিকার হচ্ছি, দূর্বল সিগন্যাল, ডিসকানেক্ট আর সেই সাথে বিলাইয়ের টানা এসএমএস (সারাদিনই কি BTRC এর কাজ চলে নাকি?)
টরেন্ট থেকে কিছু ফাইলের সাথে একটি ফাইল নেমেছে কোন এক্সটেনশান ছাড়া। কিভাবে বুঝব এটা কি ফাইল??
এর কাজই বা কি??? এর নাম
_____padding_file_0_if you see this file, please update to BitComet 0.85 or above____
সেবা প্রকাশনীর অনুবাদ বইগুলো কই পাওয়া যাবে ফ্রি অনলাইনে ।
দু'দিন মরার মত পড়ে রয়েছি। ভালোই ফ্লু বাঁধিয়ে ফেলেছি কালকের মধ্যে উন্নতি না হলে ডাক্তারের কাছে যেতে হবে মনে হচ্ছে
দু'দিন মরার মত পড়ে রয়েছি। ভালোই ফ্লু বাঁধিয়ে ফেলেছি
কালকের মধ্যে উন্নতি না হলে ডাক্তারের কাছে যেতে হবে মনে হচ্ছে
কি হইসে
দু'দিন মরার মত পড়ে রয়েছি। ভালোই ফ্লু বাঁধিয়ে ফেলেছি
কালকের মধ্যে উন্নতি না হলে ডাক্তারের কাছে যেতে হবে মনে হচ্ছে
ডাক্তার দেখিয়ে নিন তাড়াতাড়ি...... রোগ পুষে রাখা ঠিক না.........
@ নীলা - প্রকাশক আর লেখক-লেখিকাদের মুখের গ্রাস এভাবে কেড়ে নেওয়া ঠিক না.......
চশমা বা লেন্স পরা নেই বুঝি? কবির ফ্লু হয়েছে....... ও তেমন কিছু না 7 দিনে সেরে যাবে.... একটু সেবা-র দরকার
উদাসীন লিখেছেন:দু'দিন মরার মত পড়ে রয়েছি। ভালোই ফ্লু বাঁধিয়ে ফেলেছি
কালকের মধ্যে উন্নতি না হলে ডাক্তারের কাছে যেতে হবে মনে হচ্ছে
ডাক্তার দেখিয়ে নিন তাড়াতাড়ি...... রোগ পুষে রাখা ঠিক না.........
@ নীলা - প্রকাশক আর লেখক-লেখিকাদের মুখের গ্রাস এভাবে কেড়ে নেওয়া ঠিক না.......
চশমা বা লেন্স পরা নেই বুঝি? কবির ফ্লু হয়েছে....... ও তেমন কিছু না 7 দিনে সেরে যাবে.... একটু সেবা-র দরকার
হায়রে আমাদের যদু মদু উদার কি হলো আবার
,, অরুন তুই একটু চিকিৎসা করে আয় প্লিজ ।
আমারে দিয়ে হইব না..... উনার জন্য ঠ্যাং ভাঙার পর কোলে নেওয়ার লোকের প্রয়োজন......
একটু মাথায় হাত বুলিয়ে দেবে... কপালে জলপট্টি দিয়ে ফ্লু তাড়াবে আরকি.....
আমারে দিয়ে হইব না..... উনার জন্য ঠ্যাং ভাঙার পর কোলে নেওয়ার লোকের প্রয়োজন......
একটু মাথায় হাত বুলিয়ে দেবে... কপালে জলপট্টি দিয়ে ফ্লু তাড়াবে আরকি.....
আহ দাদা, মনের কথাটা বলে দিয়েছেন শুধু ঐ আদর সোহাগের জন্য মরহুম হয়ে যেতে পারলে মন্দ হত না
@নীলা, পাকা গুঁফো অরুণকে না পাঠিয়ে তুমি নিজে এলে কী ক্ষতি? মাথায় জলপট্টি-টট্টি বাঁধলে কিংবা কচি বাচ্চা মুরগির সরুয়া করে খাওয়ালে...আহা আহা...
@নীলা, পাকা গুঁফো অরুণকে না পাঠিয়ে তুমি নিজে এলে কী ক্ষতি? মাথায় জলপট্টি-টট্টি বাঁধলে কিংবা কচি বাচ্চা মুরগির সরুয়া করে খাওয়ালে...আহা আহা...
এত্ত করে কেউ ডাকলে আমি কিন্তু ফেলতে পারতুম নারে ভাই...........
ঠিক হনুমানের মত এক লাফ মেরে কালা পানি টপকে ম্লেচ্ছদের দেশে পৌঁছে যেতুম......
হিউমারের দিক দিয়ে ব্রিটিশদের ধারে কাছে কেউ নেই, মাইন্ড ইয়োর ল্যাংগুয়েজ দেখে আবার তার প্রমান পেলাম
প্রজন্ম ফোরাম » বিবিধ » আসেন আড্ডা দেই ( পুরাই অফটপিক/আজাইরা প্যাঁচাল) পার্ট-৩
০.৭২৬৫৭৫৮৫১৪৪০৪৩ সেকেন্ডে তৈরী হয়েছে, ১১.৬৪৯৯৬৭৬২১৭৭৩ টি কোয়েরী চলেছে