টপিকঃ কিভাবে নিশ্চিত হওয়া যাবে যে, Superiority Complex এ ভুগছি কিনা?

Re: কিভাবে নিশ্চিত হওয়া যাবে যে, Superiority Complex এ ভুগছি কিনা?

সমস্যাটা মানসিক। কাজেই একান্তই নিশ্চিত হতে চাইলে মনোবিজ্ঞানীর সাহায্য নিতে হবে।
তবে কিছু লক্ষণ আছে যেগুলো দ্বারা একটা ধারণা পাওয়া যেতে পারে যে কেউ এটাতে ভুগছে কিনা?
যেমনঃ
১। সব সময় "আমিই রাইট/ঠিক" এটা ভাবা।
২। প্রায়শঃই আমি, আমার, আমার জন্য, আমাকে.. এই শব্দগুলো ব্যবহার করা।
৩। নিজেকে আহামরি টাইপের কিছু ভাবা বা কল্পনা করা।
৪। অন্যের ভাবনাকে মুল্যায়ন না করা বা বিবেচনা না করা।
৫। অন্যের তুলনায় নিজেকে উচুঁ টাইপের বা এই রকমের ভাবা।
৬। সামাজিক/প্রাতিষ্ঠানিক/সাংসারিক যে আইন কানুন, শৃংখলা........এই রকম যে ব্যপারগুলো রয়েছে, সেগুলো তার নিজের জন্য প্রযোজ্য নয় , এরকম ভাবা।
৭। যেহেতু, এদের অন্যের মতামত, অনুভূতির প্রতি কোন রকম মনোযোগ/সন্মান থাকে না, তাই এরা প্রায়ই অন্যকে বা অন্যের মতামত ম্যানিপুলেট করে বা তার স্বার্থে ব্যবহার করে।

তোমাকে ভালবাসি, তোমারই চরণে ঠাঁই,
মা,
তোমার ভালবাসার কোন তুলনা নাই।

Re: কিভাবে নিশ্চিত হওয়া যাবে যে, Superiority Complex এ ভুগছি কিনা?

ধন্যবাদ @তপু, তথ্যবহুল উত্তরের জন্য.

মনে করুন, কোন একজন আমার থেকে superior. Superior.... ধরুন যে কোন sense এ, হয়তো আমার চেয়ে ধনী, বা শারিরীক ভাবে শক্তিশালী, বা জ্ঞানী, বা অন্য কিছু. এবং এই কারনেই তাকে ঘৃনা করি. যদিও সে আমার সাথে কোন রকম দুর্ব্যবহার বা আমার কোন ক্ষতিই করেনি, কিন্তু তবুও তাকে অপছন্দ করি এবং সম্ভব হলে তার ক্ষতি করবো. শুধু একারনে যে, সে আমার চেয়ে superior.

আমাদের দেশে গাড়ি ভাঙ্গা একটা উদাহরন. গাড়ির মালিক বা চালক কোন কিছুতেই জড়িত নয়, তবু গাড়ি ভাঙ্গা হলো. কারন সেই আগেরটাই - আমার যখন গাড়ি নেই, তোমার কেন থাকবে? এটাই দোষ, সে কেন আমার চেয়ে superior. কাজেই আমি তার গাড়ি ভাঙ্গবো.

এখন এর বহিঃপ্রকাশ যে সবসময় গাড়ি ভাঙ্গা বা এধরনের স্থুল কিছু হবে তা না. অনেক কারনের একটা হলো scope. Scope বা সুযোগ নেই, তাই ওই ধরনের কিছু করলাম না. যতটুকু scope আছে, ততটুকু করলাম. সুযোগ পেলে যে ওই রকম কিছু একটা করতাম, তা বলাই বাহুল্য.

এখন যদি আমার এরকম রোগ হয়ে থাকে, তার চিকিৎসা কি? মনোবিজ্ঞানীর সাহায্য ছাড়া এটা কি নিজে করতে পারবো? DIY - মানে Do It Yourself ধরনের কোন পরামর্শ আছে? বাংলাদেশী হিসেবে যদিও এটা সাধারন রোগ, বা আদৌ কোন রোগই নয়, তারপরও এর চিকিৎসা সম্পর্কে জানতে চাই. কারন এটা তো সত্যি যে, এটা ভয়াবহ রোগ.

Re: কিভাবে নিশ্চিত হওয়া যাবে যে, Superiority Complex এ ভুগছি কিনা?

আমি মাঝে মাঝে সুপিরিয়টি কমপ্লেক্সে ভুগলেও মোস্ট অব দি টাইম ইনফেরিওরিটি কমপ্লেক্সে ভুগি। sad  cry

সর্বশেষ সম্পাদনা করেছেন ভালোবাসার কোড (৩০-০১-২০১৩ ১২:৩৭)

Re: কিভাবে নিশ্চিত হওয়া যাবে যে, Superiority Complex এ ভুগছি কিনা?

Re: কিভাবে নিশ্চিত হওয়া যাবে যে, Superiority Complex এ ভুগছি কিনা?

Re: কিভাবে নিশ্চিত হওয়া যাবে যে, Superiority Complex এ ভুগছি কিনা?

Re: কিভাবে নিশ্চিত হওয়া যাবে যে, Superiority Complex এ ভুগছি কিনা?