Re: প্রজন্ম ফোরাম সেরা লেখা ও প্রাজন্মিক নির্বাচন ২০১২!
ভোট দেয়া শেষ
টেস্ট ভোট দিলাম দুই পিস। ওগুলো মুছে দেয়া হোক।
আর দিমুনা এরকম।
আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন
প্রজন্ম ফোরাম » নোটিসবোর্ড » প্রজন্ম ফোরাম সেরা লেখা ও প্রাজন্মিক নির্বাচন ২০১২!
ভোট দেয়া শেষ
টেস্ট ভোট দিলাম দুই পিস। ওগুলো মুছে দেয়া হোক।
আর দিমুনা এরকম।
যেহেতু নমিনেশান ফর্ম, আশা করছি একাধিক নাম দেওয়া যাবে। একটা ক্যাটাগরিতে দুটি এন্ট্রি দিলাম।
আমি ফরমটার কোড কপি করে চেষ্টা করলাম অন্য জায়গা থেকে ফর্ম সাবমিট করতে। দেখলাম যে সাবমিশন সাকসেসফুল হওয়ার মেসেজ দিচ্ছে। আমি যেই পেইজ ব্যবহার করেছি:
http://hostmarts.com/projanmo/pf.html
আমার ডাটাগুলো এরকম ছিল: Test Title, Test Topic Link, Test Favoutite Writer ইত্যাদি। প্রজন্মের ফর্ম ডাটায় কি এগুলো সেইভ হয়েছে?
যদি হয়ে থাকে, তাহলে প্রজন্মের আপত্তি না থাকলে যাদের গুগল ডক্সে সমস্যা তারা এই পেইজ ব্যবহার করতে পারেন।
হুম, কাজ করছে!! যাদের গুগল ডকস্ -এ সমস্যা হচ্ছে তাঁরা এই লিংকটি ব্যবহার করতে পারেন। ধন্যবাদ জেলাল ভাই!
@জেলাল
ফর্ম ২ টাও বানিয়ে ফেলেন
ধন্যবাদ, উদাসীন ভাই। ২য় ফরমের লিংক:
২য় লিংক টা কেন জানি আবার এমনি কাজ করছিল,
জেলাল ভাই রেপু নেন লিংক ২ টার জন্য
আমিও ঝাঁপ দিসি
উদ্যোগটা অনেক পছন্দ হইসে
আমার কোন কমপ্লিট লেখা আছে বলে তো মনে হয় না ফোরামে
ভোট দেয়ার কাজ শেষ করলাম .......
ভোটার প্রার্থি কারা?
কাম অন টাইম ইস টিকিং বাই! রেসপন্স এত কম হলে তো চলবে না!! এজন্যই এসব ছাতামাথার নির্বাচন করতে চাইনি আপনাদের এত অলসতা থাকলে চলবে কী করে? নাকি ভাবছেন - আমার নিজের তো কোনো লেখাই নাই...কে ওসব হাবিজাবি করে? অনুগ্রহ করে সংকীর্ণ মনোভাব ত্যাগ করুন। ভোট দিন। এই আয়োজনটিকে সাফল্যমণ্ডিত করে তুলুন। এটা আপনাদেরই নির্বাচন। নিজের পছন্দ জলদি জানান। যারা ইতোমধ্যে ভোট দিয়েছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।
ভোট দিয়েছি, জয়যুক্তও করব ইনসাআল্লাহ।
ভোট করলাম
কাম অন টাইম ইস টিকিং বাই! রেসপন্স এত কম হলে তো চলবে না!! এজন্যই এসব ছাতামাথার নির্বাচন করতে চাইনি
আপনাদের এত অলসতা থাকলে চলবে কী করে? নাকি ভাবছেন - আমার নিজের তো কোনো লেখাই নাই...কে ওসব হাবিজাবি করে? অনুগ্রহ করে সংকীর্ণ মনোভাব ত্যাগ করুন। ভোট দিন। এই আয়োজনটিকে সাফল্যমণ্ডিত করে তুলুন। এটা আপনাদেরই নির্বাচন। নিজের পছন্দ জলদি জানান। যারা ইতোমধ্যে ভোট দিয়েছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।
ভোট দিতে গিয়ে আকাম করে ফেলেছি। এক জায়গার লেখা আরেক ক্যাটাগরীতে দিয়ে ফেলেছি এরকম কয়েকটার বেলায় হয়েছে
ভোট দিতে গিয়ে আকাম করে ফেলেছি। এক জায়গার লেখা আরেক ক্যাটাগরীতে দিয়ে ফেলেছি
এরকম কয়েকটার বেলায় হয়েছে
অসুবিধা নেই। আমি ঠিক করে নেবো। আপনি খালি কুপিয়ে যান
যতবারই নির্বাচনে ভোট দিতে গেছি অনেকটা আপনার মতই সমস্যাই পড়েছি। একবার পছন্দের প্রতিকই খুজে পাচ্ছিলামনা, আর একবার সমস্যা হয়েছিল যে যে মার্কায় ভোট দিব ভেবেছিলাম তা ঠিকমত দিয়েছিলাম কিনা সেটা নিয়েই কনফিউসান ছিল।
একটা ছাট্টিফিকেটের পি.ডি.এফ লে-আউট দিলুম ৷
দেখি যদি ওনাদের পছন্দ হয়.....
http://dl.dropbox.com/u/98136084/Certficate.pdf
উদাসীন ভাই আমি আসলে বুঝতেসিনা কাকে কিভাবে কোন টপিক নিয়ে ভট দিব
উদাসীন ভাই আমি আসলে বুঝতেসিনা কাকে কিভাবে কোন টপিক নিয়ে ভট দিব
কী বুঝছো না? ধর গল্প-উপন্যাসের একটা টপিক তোমার পছন্দ হলো। এখন নমিনেশান ফর্মটাতে ঐ টপিকের তথ্যগুলি ( কার টপিক, কী নাম, লিংক ইত্যাদি )দিলেই তো হয়ে যায়
প্রজন্ম ফোরাম » নোটিসবোর্ড » প্রজন্ম ফোরাম সেরা লেখা ও প্রাজন্মিক নির্বাচন ২০১২!
০.০৯০৮৮২০৬২৯১১৯৮৭ সেকেন্ডে তৈরী হয়েছে, ৮৭.০৮২১৫৯৪২৩০৬৫ টি কোয়েরী চলেছে