টপিকঃ প্রজন্ম ফোরাম সেরা লেখা ও প্রাজন্মিক নির্বাচন ২০১২!
বেশি ভূমিকা করার কিছু নেই। নানান ব্যস্ততায় এবং কিছু স্বেচ্ছাসেবী মানুষের অনুপস্থিতির কারণে সময়মত নির্বাচনটা করা হয়ে উঠলো না। তাছাড়া গতবারের কিছু ঘটনায় আমার নিজেরও কিছু বিতৃষ্ণা ছিলো! কিন্তু আজকে ডেডলকের টপিকটা দেখে একটা নাড়া খেলাম। আসলেই তো! এভাবে তো একটা ধারাবাহিকতা নষ্ট হতে দেয়া যায় না। আমি বলা যায় আমার একক সিদ্ধান্তে একটা নির্বাচনের আয়োজন করছি। সময়সীমা খুব সংক্ষিপ্ত। এক সপ্তাহ ভোট গ্রহণ আর এক সপ্তাহ ঝটিকা বাছাই করে ফলাফল দিয়ে দেব। মডারেটররা তো বিচারক থাকবেনই। আর আমি আরো কয়েকজনকে অনুরোধ জানাব বিচার কাজটা সহজ করার জন্য। এই তো।
নির্বাচন হবে নিচের শ্রেণিগুলিতে:
গল্প-উপন্যাস
ছড়া-কবিতা
মৌলিক রম্য
ভ্রমণ কাহিনি
আলোকচিত্র
বিজ্ঞান ও প্রযুক্তি
অংকন ও গ্রাফিক
বিবিধ
লিংক :
বিকল্প লিংক - নমিনেশন ফর্ম (যাদের গুগল ডকস্ কাজ করছে না)
তাছাড়া আরো দু'টি বিভাগে মনোনয়ন নেয়া হবে:
সেরা প্রাজন্মিক ২০১২
সেরা নতুন প্রাজন্মিক ২০১২
লিংক:
বিকল্প লিংক - নমিনেশন ২ (যাদের গুগল ডকস্ কাজ করছে না)
তো, আজকেই শুরু করে দিন। বেশি দেরি করবেন না। চলুন ঝাঁপিয়ে পড়ি
সহযোগিতায় আছেন: ইলিয়াস ভাই, জেলাল ভাই, মুজতবা, ডেডলক এবং সেভারাস। তাদেরকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।
বি.দ্র. যে কোন ব্যাপারে মডুদের সিদ্ধান্তই চূড়ান্ত! এক্ষেত্রে মডুরা সর্বময় ক্ষমতা সংরক্ষণ করেন।
তৃষ্ণা হয়ে থাক কান্না-গভীর ঘুমে মাখা।