টপিকঃ কম্পিউটার চালু করার সময় সমস্যা হয়
আস্সালামু আলাইকুম, আমি এই ফোরামের নতুন সদস্য। আমি কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউটে ডিপ্লোমা- ইন- কম্পিউটার ইন্জিনিয়ারিং এ ৭ম পর্বে পড়তেছি। আমি একটি laptop ব্যবহার করি যার config হল-
System Information
------------------
Operating System: Windows 7 Ultimate 32-bit (6.1, Build 7601) Service Pack 1 (7601.win7sp1_rtm.101119-1850)
System Manufacturer: Acer
System Model: Aspire 5742
BIOS: InsydeH2O Version V1.15
Processor: Intel(R) Core(TM) i3 CPU M 380 @ 2.53GHz (4 CPUs), ~2.5GHz
Memory: 3072MB RAM
Available OS Memory: 2358MB RAM
Windows Dir: C:\Windows
DirectX Version: DirectX 11
DX Setup Parameters: Not found
User DPI Setting: Using System DPI
System DPI Setting: 96 DPI (100 percent)
DWM DPI Scaling: Disabled
DxDiag Version: 6.01.7601.17514 32bit Unicode
আমার সমস্যা হল, যখন আমার কম্পিউটার hibernate হয়ে যায় তারপর কম্পিউটার চালু করলে acer logo আসার পর BOIS এ ঢুকার option f2 আসে, তারপর আবার acer logo আসে। এটা বার বার হতে থাকে তাই আমাকে O/S setup দিতে হয়দয়া করে সমাধান দিলে খুশি ও উপকৃত হবো।